শিরোনাম
◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ২৩ মার্চ, ২০২৩, ১১:৪০ রাত
আপডেট : ২৩ মার্চ, ২০২৩, ১১:৪০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে নিত্যপণ্যের বাজারে অভিযান: ৮ ব্যবসায়ীকে জরিমানা

হারুন-অর-রশীদ: পবিত্র মাহে রমজান উপলক্ষে ফরিদপুরের সালথা উপজেলায় নিত্যপণ্যের বাজারে অভিযান চালানো হয়েছে। এসময় বিভিন্ন অভিযোগে ৮ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ মার্চ) বিকালে সালথা সদর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সালাহউদ্দিন আইয়ূবী । 

একই সময় বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে মূল্য তালিকা প্রদর্শন, পাইকারী ও খুঁচরা পর্যায়ে পণ্যের অস্বাভাবিক দর বৃদ্ধি বিদ্যমান কি-না ও লাইসেন্স অনুমোদিত পরিমাণ অপেক্ষা অধিক চালের মজুদ করা হচ্ছে কিনা তা তদারকি করা হয়।

অভিযানে উপজেলা মৎস্য অফিসার রাজীব রায়সহ সালথা থানা পুলিশের একটি টিম অভিযানে সহায়তা করেন।

এ সময় পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করাসহ বিভিন্ন অসংগতির কারণে মুদি দোকানদার দুলাল মীর, ফজল আলী, মাংস ব্যবসায়ী কুদ্দুস মোল্লা, সাগর ইসলাম, বিল্লাল, লুৎফর, ইরানসহ মোট ৮ ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রত্যেককে ১হাজার টাকা করে মোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

এব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সালাহউদ্দিন আইয়ূবী বলেন, পবিত্র মাহে রমজান উপলক্ষে বাজার মনিটরিং করা হয়েছে। বিভিন্ন অপরাধে ৮ জন ব্যবসায়ীকে মোট ৮ হাজার টাকা অর্থদন্ড আরোপ করা হয় ও তাৎক্ষণিক আদায় করা হয়।

প্রতিনিধি/এসএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়