শিরোনাম
◈ রমনা বটমূলে বোমা হামলা: দুজনের যাবজ্জীবন, ৯ জনের ১০ বছর কারাদণ্ড ◈ সঞ্চয়পত্র কেনার নতুন নিয়ম ◈ মানবিক করিডর নিয়ে সরকার সবাইকে অন্ধকারে রেখেছে : মেজর হাফিজ ◈ ব্যাংক থেকে ধার করে, টাকা ছাপিয়ে বাজেট বাস্তবায়ন করব না: অর্থ উপদেষ্টা ◈ আন্দালিব রহমান পার্থের স্ত্রীকে বিদেশ যাত্রায় বাধা ◈ যেভাবে আটক হন সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ (ভিডিও) ◈ ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় সেনাবাহিনী ক্যাম্পের সহায়তা পেতে যোগাযোগের নাম্বার দেয়া হল ◈ দুই দিন আগে মা মারা গেছেন, কাল মেজবান, আমাকে এখন না ধরেন ভাই” (ভিডিও) ◈ দায়িত্ব গ্রহণের পর নিজ জন্মভূমিতে যাচ্ছেন কাল প্রধান উপদেষ্টা  ◈ সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমাহ ৩ নারীকে গুলি করে হত্যা, গ্রেফতার ১

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০২৩, ০৭:৫৭ বিকাল
আপডেট : ০৪ ফেব্রুয়ারি, ২০২৩, ০৭:৫৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লক্ষ্মীপুরে যুবলীগের শান্তি সমাবেশ

শান্তি সমাবেশ

লক্ষ্মীপুর প্রতিনিধি: দেশব্যাপী বিএনপি-জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে লক্ষ্মীপুরে শান্তি সমাবেশ করেছে জেলা যুবলীগ। শনিবার (৪ ফেব্রুয়ারী) বিকেলে সদর উপজেলার মীরগঞ্জ বাজার এলাকায় যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের নির্দেশে এই শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক বায়েজিদ ভুইয়া। 

বক্তব্য রাখেন- সাবেক ছাত্রনেতা বাতেন ভূঁইয়া, আওয়ামী লীগ নেতা মাহবুব হাওলাদার, জসিম উদদীন,  দেলোয়ার হোসেন, মো: হারুন, কেরোয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি  আকবর হোসেন মৃধা, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, যুবলীগ নেতা জালাল উদ্দীন রুমি পাটওয়ারী, দিপু মাহমুদ, ইকাবাল হোসেন চৌধুরী সুজন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক নুর নবী সুজন, কেরোয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আরিফ প্রমুখ।

শান্তি সমাবেশে বক্তারা বলেন, বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলছে, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন ঠিক সেই মুহূর্তে বিএনপি-জামাত দেশব্যাপী সন্ত্রাস, নৈরাজ্য আর জনগণের জানমালের ক্ষতি করছে। 

যারা এদেশের বিরুদ্ধে, বঙ্গবন্ধুকন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে তাদেরকে রাজপথেই কঠোরভাবে প্রতিহত করবে যুবলীগ। ২০২৩ সালের ডিসেম্বরের জাতীয় নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ আবারও সরকার গঠন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

পরে লক্ষ্মীপুর-রামগঞ্জ-ঢাকা সড়কে একটি বিক্ষোভ মিছিল বের করে নেতাকর্মীরা। এতে যুবলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন।

জেএ/জেএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়