শিরোনাম
◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ অহেতুক চাপ সৃষ্টি করতে জামায়াতের কর্মসূচি: মির্জা ফখরুল ◈ জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে রাজপথে সাত দল ◈ স্ত্রী আসলেই নারী কি না প্রমাণ দেবেন ম্যাখোঁ ◈ আগামী বছরের বইমেলার সময় পরিবর্তন ◈ সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি, যা জানালো ভারত ◈ সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর: অবসরে বাড়ছে সুযোগ-সুবিধা, কমছে অপেক্ষাকাল ◈ আগামীকাল ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় যমুনা টিভির সাংবাদিকসহ আহত ৫

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০২৩, ১১:৪২ রাত
আপডেট : ০৪ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাগলা কুকুরের কামড়ে ১৫ শিশু হাসপাতালে

রিয়াদ ইসলাম: পাবনার ঈশ্বরদীতে একটি পাগলা কুকুরের কামড় খেয়ে এক দিনে অন্তত ১৫ জন শিশু হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। 

শুক্রবার বিকেলে উপজেলার সলিমপুর ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামে কুকুরটি আক্রমণ করেছে বলে জানিয়েছে উপজেলা প্রাণিসম্পদ অফিস। পাগলা কুকুরকে আটক করতে গ্রামে তল্লাশি চালাচ্ছে তারা। 

শুক্রবার রাত ৯টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৫ জন কুকুরের কামড়ে আহত হয়ে চিকিৎসা নিয়েছেন। আহত শিশুরা হলেন আনিকা খাতুন (৩), মাহাদি (৯), আল আমিন (৩), মোরসালিন (৪), আদিয়ান (৩), তানভিরসহ (৬) অন্তত ১৫ শিশু।

ঘটনার প্রত্যক্ষদর্শী খোকন বলেছেন, বাড়ির পাশে ময়দানে খেলাধুলা করার সময় হঠাৎ এই কুকুর কামড় দিয়েছে শিশুদের। কুকুরটির মুখ দিয়ে লালা ঝরছিল। 

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) শফিকুল ইসলাম বলেন, কুকুরের কামড়ে এক দিনে অনেক রোগী এসেছেন। তাঁরা ভুক্তভোগীদের প্রাথমিক চিকিৎসা দিয়েছেন। কয়েকজনকে হাসপাতালে বিনা মূল্যে জলাতঙ্ক রোধে টিকা দেওয়া হয়।

ঈশ্বরদী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. নাজমুল হোসাইন বলেন, ‘একটি কুকুরই সবাইকে কামড় দিচ্ছে। আমরা কুকুরটিকে ধরার চেষ্টা করছি। সম্ভবত কুকুরটি পাগল হয়ে গেছে।’

সলিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ বাবলু মালিথা জানান, ইদানীং এই গ্রামে বেওয়ারিশ কুকুরের অবাধ বিচরণ দেখা যাচ্ছে। ভোর থেকে শুরু হয় কুকুরের উৎপাত। স্কুলগামী শিশু এবং নারীরা কুকুরের ভয়ে আতঙ্কগ্রস্ত থাকেন।

প্রতিনিধি/এসএ

  

  • সর্বশেষ
  • জনপ্রিয়