শিরোনাম
◈ অভিবাসন নীতিতে কঠোরতা; ইউরোপ না ছাড়লে হতে পারে দীর্ঘ সময়ের জেল ◈ ঋণের ফাঁদে আমরা ইতিমধ্যেই পড়েছি—এনবিআর চেয়ারম্যানের সতর্কবার্তা ◈ দলীয় নেতাকর্মীদের উদ্দেশে যে কঠোর বার্তা দিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য দেশি পর্যবেক্ষক নিবন্ধন সম্পন্ন: ইসি অনুমোদন দিয়েছে ৮১ সংস্থাকে ◈ মঞ্চে গালি দেওয়ায় ঘাড়ধাক্কা দিয়ে নামিয়ে দেওয়া হলো সাবেক সমন্বয়ককে, ভিডিও ভাইরাল ◈ আসিফ আকবর–ওমর সানীর ‘শব্দযুদ্ধ’ চরমে: ব্যক্তিজীবন নিয়ে মন্তব্যে ক্ষুব্ধ সানীর ভিডিওবার্তা ভাইরাল ◈ জাতীয় সংগীত গাইতে গাইতে প্রিজনভ্যানে ট্রাইব্যুনাল ছাড়লেন পলক (ভিডিও) ◈ দেশের মা‌টি‌তে ৩ ফরম্যাটের সিরিজ খেলে জাতীয় দল থে‌কে অবসর নি‌তে চান সাকিবআল হাসান ◈ যুদ্ধ বিধস্ত সি‌রিয়া ও ফি‌লি‌স্তিন ফিফা আরব কাপের কোয়ার্টার ফাইনালে ◈ জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে করা রিট খারিজ

প্রকাশিত : ০৫ ডিসেম্বর, ২০২২, ০৮:০১ রাত
আপডেট : ০৫ ডিসেম্বর, ২০২২, ০৮:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়ন নির্বাচনে সভাপতি খোকন, সম্পাদক মোস্তফা 

ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়ন নির্বাচনে সভাপতি খোকন, সম্পাদক মোস্তফা 

আব্দুল্লাহ আল আমীন: ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের (এমইউজে) কার্যকরি কমিটির নির্বাচনে সভাপতি পদে প্রবীন সাংবাদিক  আতাউল করিম খোকন এবং সাধারণ সম্পাদক হিসেবে মীর গোলাম মোস্তফা পুন:নির্বাচিত হয়েছেন। সোমবার সন্ধ্যায় ময়মনসিংহ 

প্রেসক্লাব মিলনায়তনে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার জগদীশ চন্দ্র সরকার। এর আগে সকাল এগারোটা থেকে বিকেল চারটা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহন চলে।

নির্বাচনে ৬৭জন ভোটারের সবাই তাদের ভোটাধিকার প্রয়োগ করে।এমইউজে’র কার্যকরি কমিটির নয়টি পদের মধ্যে সভাপতি পদে আতাউল 
করিম খোকন ৫৫ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নাজমুল হুদা মানিক পেয়েছেন ১১ ভোট।

এদিকে ৪০ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন মীর গোলাম মোস্তফা, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাবুল হোসেন পেয়েছেন ২৬ ভোট। এছাড়াও সহ সভাপতি পদে 
জিয়াউদ্দিন আহমেদ ৫১ ভোট এবং সহ সাধারণ সম্পাদক পদে এমএ আজিজ এবং সুলতান মাহমুদ কনিক দুজনই সমান ৩৩ ভোট পেলে লটারীর মাধ্যমে সুলতান মাহমুদ কনিক জয়ী হন। 

এদিকে বিনা প্রতিদ্বন্দ্বীতায় কোষাধ্যক্ষ পদে জাহাঙ্গীর কবির জুয়েল, প্রচার সম্পাদক পদে ইলিয়াস আহমেদ, এবং কার্যকরী সদস্য পদে হারুনুর রশিদ, 
শরীফুজ্জামান টিটু ও বিপ্লব বসাককে নির্বাচিত ঘোষণা করা হয়।

নির্বাচনে সহকারি নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন আবুল কাসেম ও শাহিদুল আলম খসরু। নির্বাচন পর্যবেক্ষণ করেন জেলা জনসংখ্যা ও 
পরিবার কল্যাণ কর্মকর্তা শহিদুল ইসলাম।

প্রতিনিধি/জেএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়