হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ করা হয়েছে। এ ঘটনায় নকল সিগারেট বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে বোয়ালমারী পৌরসভার শিবপুর গ্রামে উপজেলা পরিষদের সামনে অবস্থিত ব্যবসায়ী ইয়ামিনের বসতবাড়ি ও সংলগ্ন মুদি দোকানে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নকল সিগারেট মজুত ও বিক্রির প্রমাণ পাওয়ায় তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করে যৌথবাহিনী।
অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের আওতাধীন বোয়ালমারী আর্মি ক্যাম্পের নেতৃত্বে স্থানীয় প্রশাসনের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়। অভিযান চলাকালে দোকান ও বাড়ি তল্লাশি করে ‘রয়েল’ ব্র্যান্ডের ১১০ প্যাকেট এবং ‘স্টার’ ব্র্যান্ডের ১২০ প্যাকেট নকল সিগারেট উদ্ধার করা হয়। পরবর্তীতে জব্দকৃত নকল সিগারেটগুলো ঘটনাস্থলেই আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
নকল পণ্য বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগে ব্যবসায়ী ইয়ামিনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। অভিযান শেষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিব্বির আহমেদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। আদালত ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫০ ধারায় নকল পণ্য বিক্রির অপরাধে অভিযুক্ত ব্যবসায়ীকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
সেনাবাহিনী সূত্রে আরও জানানো হয়, বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সেনাবাহিনী মাদক, চাঁদাবাজি, অবৈধ অস্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিতভাবে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হচ্ছে।
এ সময় অপরাধ দমনে কার্যকর ভূমিকা রাখতে সেনা ক্যাম্পসমূহকে প্রয়োজনীয় তথ্য দিয়ে সহায়তা করার জন্য সাধারণ জনগণের প্রতি আহ্বান জানানো হয়। সংশ্লিষ্টদের মতে, এ ধরনের অভিযান অব্যাহত থাকলে নকল পণ্য ও অবৈধ কর্মকাণ্ড অনেকটাই নিয়ন্ত্রণে আসবে।