মিজান লিটন: চাঁদপুর শহরের হকার্স মার্কেটের সম্মুখে অবস্থিত মিম বনফুলকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাজমুল হুদা মোবাইল কোর্ট পরিচালনা করেন। কাগজপত্রের একাধিক অনিয়মের অভিযোগে এই জরিমানা করেন। ২০১৮ সালের বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন এর ৩১ ও ২৭ ধারায় এই জরিমানা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, বিএসটিআই কুমিল্লা অঞ্চলের উপ-পরিচালক পরিতোস চন্দ্র তালুকদার সহ মডেল থানা পুলিশ।
উল্লেখ্য এই প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এর আগেও একাধিক অনিয়মের অভিযোগে জরিমানা করা হয়।