মিজান লিটন: চাঁদপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে পুরান বাজারের নারায়ন ষ্টোর থেকে প্রায় ২লক্ষ বিশ হাজার নকল মেরিজ ও ব্লাক ডায়মন্ড সিগারেটের সোলা যার মুল্য প্রায় ১০ লক্ষ টাকার মতো তা জব্দ করে আগুনে পুরিয়ে ধ্বংশ করা হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারী)দুপুরে পুরান বাজারের বাতাসা পট্টির নারায়ন ষ্টোর থেকে এ অবৈধ সিগারেট গুলো জব্দ করা হয়।
এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারি পরিচালক আব্দুল্লাহ আল ইমরান সহ যৌথ বাহিনী।
এসময় তিনি ভোক্তা অধিকারের সহকারিণী পরিচালক ইমরান বলেন, ব্যান্ডেল (স্টিকার) নকল এবং এই সিগারেট ভিতয়রের সকল উপাদান অবৈধ হওয়ায় আমরা এগুলো জব্দ করে আগুনে পুরিয়ে দেই এবং এই প্রতিষ্ঠান কে নগদ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।