শিরোনাম
◈ আদানির বিদ্যুৎ চুক্তি: ভারতীয় করপোরেট করের বোঝাও চাপানো হয়েছে বাংলাদেশের ওপর ◈ জুলাই গণঅভ্যুত্থানকারীদের মামলা প্রত্যাহার ও দায়মুক্তি দিয়ে অধ্যাদেশ জারি ◈ টি টোয়েন্টি বিশ্বকাপ বর্জন করবে কিনা, পাকিস্তান চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে আগামী সপ্তাহে ◈ চার মাসে ডাকসুর ২২৫ উদ্যোগ, ২ বছরে কাটবে ঢাবির আবাসন সংকট: সাদিক কায়েম ◈ ‘হাজার বার জয় বাংলা স্লোগান দেব’ তারেক রহমানের মঞ্চে ছাত্রদল নেতা (ভিডিও) ◈ পোস্টাল ব্যালট: চার লক্ষাধিক প্রবাসীর ভোটদান সম্পন্ন ◈ শুধু ভোট দিয়ে চলে আসলে হবে না, হিসাব কড়ায়-গন্ডায় বুঝে নিতে হবে: তারেক রহমান ◈ অবশেষে হাইকোর্টে জামিন পেলেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দাম ◈ সড়ক দুর্ঘটনায় ক্ষতিপূরণ পেতে আবেদন করা যাবে অনলাইনে, যেভাবে করবেন ◈ তথ্য গোপনে ছাড় নেই, ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকত্বে ভোটের পরেও ব্যবস্থা: ইসি মাছউদ

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২৬, ০৬:২৩ বিকাল
আপডেট : ২৬ জানুয়ারী, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছাত্রলীগ নেতা সাদ্দামের স্ত্রীর মৃত্যু নিয়ে বিস্ফোরক দাবি তার ভাইয়ের

বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুয়েল হাসান সাদ্দামের স্ত্রী কানিজ সুবর্ণা ওরফে স্বর্ণালিকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন তার ভাই শাহ নেওয়াজ আমিন।

রোববার (২৫ জানুয়ারি) দুপুরে কানিজের ভাই দাবি করেন, আমার বোনকে হত্যা করা হয়েছে। এখানে অনেক গ্যাপ আছে। নামাজের পর ১টা ৪০ থেকে ৪৫ মিনিটের দিকে আমরা খবরটা শুনি। তখন ওই বাড়িতে কেউ ছিল না। যা শোনা যাচ্ছে, তাতে অনেক তথ্যের গ্যাপ আছে।

তিনি বলেন, তার বোন ও দুলাভাই সাদ্দাম নিজেদের সিদ্ধান্তে বিয়ে করেছিলেন। পরে দুই পরিবার তাদের বিয়ে মেনে নেয়। সাদ্দামের স্ত্রী হওয়ার কারণে অনেক সময় রাস্তাঘাটে অনেক কটু কথা শুনতে হতো তার বোনকে বলেও জানান তিনি।

সাদ্দামের ছোট ভাই মো. শহিদুল ইসলাম বলেন, শুরুতে দুই পরিবারের মধ্যে দূরত্ব ছিল। পরে তার বাবা মারা যাওয়ার পর ওই পরিবার থেকে সবাই আসেন। দুই পরিবার তাদের বিয়ে মেনে নেয়। তবে গত দুই মাস তার ভাবির পরিবার থেকে তেমন আসা-যাওয়া ছিল না।

ছাত্রলীগ নেতা সাদ্দামের স্ত্রীকে হত্যা করা হয়েছে, দাবি তার ভাইয়ের

তিনি বলেন, আমার ভাবি ভাইকে খুব ভালোবাসত। তাকে জেল থেকে বের করতে না পারায় সে অনেক ভেঙে পড়েছিল। হয়তো তার বাবার বাড়ি থেকে কিছু বলেছিল যার কারণে সে আরও ভেঙে পড়ে। বৃহস্পতিবার তার ভাই তাকে ২০০ টাকা দিয়ে গেছিল। সে আবার শুক্রবার দুপুরের দিকে ওই টাকা পাঠিয়ে দেয়। এরপর বাড়িতে কেউ ছিল না, তখনই ওই ঘটনা ঘটে।

শহিদুল ইসলাম আরও বলেন, ভাবি শুধু বলত, ‘আপনার ভাই কি ছাড়া পাবে না?’ বিভিন্নজন বিভিন্ন সময় তাকে বলেছে যে সে কখনোই ছাড়া পাবে না। ছাড়া পেলেও স্বামী যে ভাইরাল হইছে, তাকে মেরে ফেলবে। এগুলো নিয়ে সে খুব হতাশ ছিল। আমরা চারবার ভাইয়ের জামিন করিয়েছি। কিন্তু আবার নতুন মামলায় জেলগেট থেকে নিয়ে যায়। সাদ্দামের নামে এখনো ১১টি মামলা আছে বলে তিনি জানান।

কানিজের বাবা জেলা জাতীয় পার্টির সহসভাপতি মো. রুহুল আমিন এ ঘটনায় বাদী হয়ে শনিবার থানায় একটি হত্যা মামলা করেছেন। তিনি বলেন, আমি গিয়ে আমার মেয়েকে ঝুলন্ত অবস্থায় দেখি। তখন সেখানে শত শত লোক। পরে আমার নাতির খবর শুনলাম, সে মারা গেছে। আমার মেয়ে আত্মহত্যা করতে পারে, কিন্তু নাতিটা কীভাবে মারা গেল? কী হয়েছিল, আমি জানতে চাই? পুলিশ তদন্ত করে বিষয়টি বের করুক।

বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুম খান বলেন, কানিজের বাবা রুহুল আমিন এ ঘটনায় বাদী হয়ে গতকাল শনিবার মামলা করেছেন। মামলায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মামলার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে রোববার (২৫ জানুয়ারি) কারা কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানায়, বাগেরহাট কারাগার থেকে ১৫ ডিসেম্বর জুয়েল হাসান সাদ্দামকে যশোর কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়। পরবর্তীতে তার স্ত্রী ও সন্তানের মৃত্যুর ঘটনায় পরিবারের পক্ষ থেকে জেলা ম্যাজিস্ট্রেট, যশোর কিংবা যশোর কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ বরাবর প্যারোলে মুক্তির কোনো লিখিত আবেদন করা হয়নি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরিবারের সদস্যদের বরাতে জানা যায়, সময় স্বল্পতার কারণে তারা পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী প্যারোলে মুক্তির আবেদন না করে কারাগার ফটকে লাশ দেখানোর সিদ্ধান্ত নেন। এ প্রেক্ষিতে পরিবারের মৌখিক আবেদনের ভিত্তিতে কারা কর্তৃপক্ষ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে মানবিক বিবেচনায় কারা ফটকে লাশ দেখানোর ব্যবস্থা গ্রহণ করে।

সূত্র: কালবেলা

  • সর্বশেষ
  • জনপ্রিয়