শিরোনাম
◈ ইসিতে বৈঠক শেষে ডা: তাহের: আগামীর নির্বাচন যদি ‘সাজানো’ হয়, বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে ◈ ইসি’তে আপিল আবেদনের ভিড় বাড়ছে: তৃতীয়দিন ১৩১টি জমা ◈ উচ্চপর্যায়ের পর্যবেক্ষক দল পাঠাবে ইইউ, প্রধান উপদেষ্টাকে পাওলা পাম্পালোনি ◈ জকসু নির্বাচন: ২৬ কেন্দ্রের ফলাফলে ভিপি পদে ৩৫১ ভোটে এগিয়ে শিবিরের রিয়াজুল ◈ ইসিতে যেসব অভিযোগ জানাল জামায়াত ◈ সংগীত বিভাগে শিবির সমর্থিত জিএস-এজিএস প্রার্থীর ঝুলিতে শূন্য ভোট ◈ নিজ দেশের নাগরিক হত্যা, তাদের গণকবর—সভ্য রাষ্ট্রে কল্পনাও করা যায় না: প্রধান উপদেষ্টা ◈ গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের আগ্রহ কেন? দ্বীপটি কতটা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ◈ ব্যাংক ঋণে বাড়ি কেনা সহজ হলো, নতুন সার্কুলার জারি ◈ তারেক রহমান নয়াদিল্লির জন্য “সবচেয়ে নিরাপদ বাজি”

প্রকাশিত : ০৬ জানুয়ারী, ২০২৬, ১১:৫৬ দুপুর
আপডেট : ০৭ জানুয়ারী, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোটি টাকার বিলাসবহুল গাড়ি টানা দুই দিন পড়ে ছিল রাস্তার পাশে, এরপর যা জানাগেল

চট্টগ্রাম নগরের একটি অভিজাত আবাসিক এলাকায় টানা দুই দিন সড়কের ওপর পড়ে থাকতে দেখা গেছে মার্সিডিজ ব্র্যান্ডের একটি বিলাসবহুল গাড়ি।

কোটি টাকার বেশি দামের গাড়িটি দীর্ঘ সময় একই স্থানে পড়ে থাকায় এলাকাবাসীর মধ্যে কৌতূহল ও নানা প্রশ্ন তৈরি হয়। পরে পুলিশকে জানানো হলে গাড়িটি উদ্ধার করে থানায় নেওয়া হয়।

সোমবার দুপুরে পাঁচলাইশ থানাধীন ওআর নিজাম আবাসিক এলাকার একটি সড়ক থেকে গাড়িটি উদ্ধার করা হয়। বর্তমানে গাড়িটি পাঁচলাইশ থানার হেফাজতে রয়েছে।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম জানান, জরুরি সেবা নম্বর ৯৯৯-এ পাওয়া সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়িটি জব্দ করে। স্থানীয় বাসিন্দাদের বরাতে তিনি বলেন, রোববার ভোরে দুজন ব্যক্তি গাড়িটি সড়কের পাশে রেখে চলে যান। এরপর থেকে সেটি সেখানে পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল।

তবে ওই ব্যক্তিরা কারা এবং কী কারণে গাড়িটি সড়কে ফেলে রেখে যান—সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানান ওসি।

তিনি আরও বলেন, গাড়িটির প্রকৃত মালিককে শনাক্ত করার প্রক্রিয়া চলছে। মালিকের পরিচয় নিশ্চিত হলে ঘটনার পেছনের কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

এদিকে চট্টগ্রাম বিআরটিএ সূত্র জানিয়েছে, গাড়িটিতে যে নম্বর প্লেট ব্যবহার করা হয়েছিল তা ছিল একটি ‘গ্যারেজ নম্বর’। সাধারণত নতুন আমদানিকৃত বা অস্থায়ী ব্যবহারের ক্ষেত্রে এই ধরনের নম্বর প্লেট ব্যবহার করা হয়, যা নিয়মিত অনলাইন নিবন্ধন ডেটাবেজে অন্তর্ভুক্ত থাকে না।

তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ঢাকা বিআরটিএ কার্যালয়ের সংরক্ষিত নথিতে নম্বরটি থাকলে সেখান থেকে গাড়ির মালিকের পরিচয় শনাক্ত করা সম্ভব হতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়