শিরোনাম
◈ দীর্ঘ ৬ হাজার ৩১৪ দিন পর স্বপরিবারে প্রিয় মাতৃভূমি বাংলাদেশে ফিরলেন তারেক রহমান ◈ বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অবিস্মরণীয় ঘটনা ঘটতে যাচ্ছে আজ: সালাহউদ্দিন আহমদ (ভিডিও) ◈ সিলেট পৌঁছেছেন তারেক রহমান ◈ আজ রাজধানীতে চলাচলে মানতে হবে যেসব নির্দেশনা ◈ হাদি হত্যাকাণ্ডের পর নিরাপত্তা শঙ্কা: গুরুত্বপূর্ণ ১২৭ নেতা নিরাপত্তা ঝুঁকিতে ◈ ৩০০ ফিট ও কুড়িল এলাকায় জনসমাগম, প্রস্তুত ১৭ অ্যাম্বুলেন্স ◈ ১৭ বছর পর তারেক রহমানের প্রত্যাবর্তন: কনকনে শীত উপেক্ষা করে সূর্যোদয়ের আগেই পূর্বাচলে মানুষের ঢল (ভিডিও) ◈ সরকারি চাকরিজীবীদের নতুন নির্দেশনা হাইকোর্টের ◈ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরীর পদত্যাগ ◈ হঠাৎ করে ওএমএসের চাল-আটা বিক্রি বন্ধ, বিপাকে দরিদ্র মানুষেরা

প্রকাশিত : ২৪ ডিসেম্বর, ২০২৫, ০৯:২৮ সকাল
আপডেট : ২৫ ডিসেম্বর, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঘন কুয়াশায় মাঝনদীতে ফেরি আটকা: আরিচা-কাজিরহাট ও পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে নৌযান চলাচল বন্ধ

ঘণকুয়াশার কারণে আরিচা-কাজিরহাট এবং পাটুরিয়া-দৌলতদিয়া নৌ -রটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।

বিআইডব্লিউটিসি সূত্রে জানা গেছে, ঘন কুয়াশার কারণে মঙ্গলবার দিবাগত রাত তিনটা থেকে আরিচা-কাজির হাট এবং বুধবার সকাল ৬টা থেকে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে লঞ্চ, ফেরি স্পিডবোটসহ সকল ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে। এ সময় আরিচা-কাজিরহাট নৌরুটে ৩টি ফেরি মাঝ নদীতে নোঙর করে রয়েছে।

ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের মানিকগঞ্জের শিবালয়ের পাটুরিয়া প্রান্তে ঘন কুয়াশা পড়ায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। এই রুটের পাটুরিয়া প্রান্তে ফেরি শাহ পরান, কেরামত আলী, খান জাহান আলী -খালি, বীরশ্রেষ্ঠ রুহুল আমিন এবং দৌলতদিয়া প্রান্তে বিএস ডাঃ গোলাম মাওলা, বাইগার, ঢাকা, ভাষা শহীদ বরকত, শাহ মখদুম এবং হাসনাহেনা অবস্থান করছে।

এসব ফেরির যাত্রী ও পরিবহন শ্রমিকদেরকে তীব্র শীতে দুর্ভোগ পোহাতে হচ্ছে। কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল শুরু হবে বলে জানিয়েছেন ফেরি কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসির আরিচা ঘাটের ম্যানেজার আবু আব্দুল্লাহ বলেন, আরিচা-কাজিরহাট নৌরুটে মঙ্গলবার দিবাগত রাত ৩টা থেকে ঘণকুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। ঘন কুয়াশায় নৌপথ দৃষ্টিসীমার বাইরে চলে গেল ফেরি চালানো ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশা কেটে গেলে আবার ফেরি চলাচল শুরু করবে বলে তিনি জানান।

সূত্র: ইনকিলাব 

  • সর্বশেষ
  • জনপ্রিয়