ঢাকায় ‘গোপনে কনসার্ট’ করছেন পাকিস্তানি গায়ক আতিফ আসলাম- এমন খবর নিয়ে যখন আলোচনা তুঙ্গে, ঠিক তখনই আতিফের সঙ্গে ছবি ও পারফর্মেন্সের খবর ভাগ করে নিলেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী মিনার রহমান। বৃহস্পতিবার আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (AIUB) ক্যাম্পাসে আয়োজিত হয় কনসার্ট আতিফের এই অঘোষিত কনসার্ট; যেখানে মূল আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন এই পাকিস্তানি গায়ক; এ সময় একই মঞ্চে পারফর্ম করেছেন মিনার।
কনসার্ট শেষে সামাজিক মাধ্যমে একটি ছবি শেয়ার করে তার অভিজ্ঞতা ভাগ করে নেন মিনার। ছবিতে দেখা যায়, আতিফ ও মিনার পাশাপাশি দাঁড়িয়ে। মিনার জানালেন, আতিফ আসলাম তার পারফরম্যান্স শুনেছেন এবং সরাসরি প্রশংসা করেছেন।
মিনার তার পোস্টে লেখেন, ‘আজ প্রিয় AIUB-তে আতিফ আসলামের সাথে পারফর্ম করলাম। আশ্চর্যজনকভাবে তিনি আমার পারফরম্যান্স শুনেছেন এবং আমাকে গান ও মিউজিক চালিয়ে যেতে উৎসাহিত করেছেন। তিনি আমাদের পারফরম্যান্সের প্রশংসা করেছেন। কী বিনয়ী একজন শিল্পী তিনি! ভালোবাসা ও শ্রদ্ধা।’
সাধারণত আতিফ আসলাম-এর কনসার্ট মানেই উপচে পড়া ভিড়। তবে এবারের আয়োজনটি ছিল ব্যতিক্রম; বিশৃঙ্খলা এড়াতে আতিফের অংশগ্রহণের বিষয়টি আগেভাগে তেমনভাবে প্রচার করা হয়নি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনুষ্ঠানটি শুধু বর্তমান শিক্ষার্থী, শিক্ষক ও অ্যালামনাইদের মধ্যেই সীমাবদ্ধ রাখে। ফলে বাইরের সাধারণ দর্শকদের প্রবেশের কোনো সুযোগ ছিল না।
এর আগে গত ১৩ ডিসেম্বর ঢাকার পূর্বাচলে ‘মেইন স্টেজ ইনক’ আয়োজিত একটি বড় পাবলিক কনসার্টে গাওয়ার কথা ছিল আতিফ আসলামের। তবে শেষ মুহূর্তে নিরাপত্তাজনিত ছাড়পত্র না পাওয়ায় সেই কনসার্ট বাতিল ঘোষণা করা হয়। বিষয়টি নিজেও নিশ্চিত করেন আতিফ। এতে অনেকেই ধরে নেন, ঢাকায় তার সফরও বাতিল হয়েছে। কিন্তু বাস্তবে তা হয়নি। পাবলিক কনসার্ট বাতিল হলেও ঢাকা সফর বাতিল করেননি তিনি; বরং ঢাকায় এসে, পর্দার আড়ালে একের পর এক ব্যক্তিগত বা ‘প্রাইভেট’ শো সেরে নেন এই শিল্পী।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে দেখা যায়, গত ১৫ ডিসেম্বর সন্ধ্যায় ঢাকার গুলশান ক্লাবে একটি বিশেষ ইনডোর শো-তে পারফর্ম করেন আতিফ আসলাম। এরপর বৃহস্পতিবার AIUB ক্যাম্পাসে গান গাইতে দেখা গেল তাকে। মিনার রহমান ছাড়াও তার সঙ্গে সংগীতশিল্পী প্রীতম হাসান পারফর্ম করেছেন বলে খবর পাওয়া গেছে।
সূত্র: ঢাকা পোস্ট