শিরোনাম
◈ পূর্বাচল প্লট মামলায় শেখ হাসিনা পরিবারের ভাগ্য নির্ধারণ আজ ◈ এনসিপিসহ চার দলের নতুন রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ বৃহস্পতিবার ◈ যেসব স্বর্ণ মিলল শেখ হাসিনার লকারে, দেখুন ছবিতে ◈ একই দিনে নির্বাচন–গণভোট: জানুন সরকারের দেওয়া ৮ গুরুত্বপূর্ণ তথ্য ◈ আর্থিক দুরবস্থায় একীভূত হওয়া ৫ ব্যাংকে বেতন–ভাতা কমছে ◈ প্রতিদিন গড়ে প্রায় ৬ কোটি ৬৮ লাখ ডিম উৎপাদিত হচ্ছে ◈ হংকং-এ আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ আগুন, প্রাণহানি ১৩, চারদিকে আতঙ্ক! (ভিডিও) ◈ শক্তিধর মালয়েশিয়ার বিরু‌দ্ধে লড়াই করে হারলো বাংলাদেশের মে‌য়েরা   ◈ নিউইয়র্কে মূলধারার রাজনীতিতে সাফল্যের স্বীকৃতি, মেয়র মামদানির ট্রানজিশন টিমে ১২ বাংলাদেশি   ◈ জাতীয় দল নির্বাচক‌দের প্রতি গুরুতর অ‌ভি‌যোগ আন‌লেন অধিনায়ক লিটন দাস

প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২৫, ০২:৫৪ রাত
আপডেট : ২৭ নভেম্বর, ২০২৫, ১০:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশেষ এসকর্টে চট্টগ্রাম বন্দর থেকে বুড়িমারী যাচ্ছে ভুটানের প্রথম ট্রানজিট কনটেইনার

অপেক্ষার প্রহর শেষ। বাংলাদেশের অর্থনীতির অগ্রযাত্রার ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। প্রথমবারের মতো চট্টগ্রাম বন্দর দিয়ে ভুটানের ট্রানজিটের প্রথম চালান যাচ্ছে বুড়িমারী স্থলবন্দরে। সড়কপথে পাড়ি দেবে প্রায় ৬৮৪ কিলোমিটার। সেখান থেকে ভারতের পশ্চিমবঙ্গের চ্যাংড়াবান্ধা স্থলবন্দরের মাধ্যমে শিলিগুড়ি হয়ে ভুটানের ফুয়েন্টশোলিং স্থলবন্দর পৌঁছাবে চালানটি। 

বন্দর, কাস্টমস ও সিঅ্যান্ডএফ সূত্রে জানা গেছে, শুল্কায়ন, বিভিন্ন ফি পরিশোধের পর বুধবার (২৬ নভেম্বর) রাত সাড়ে নয়টার দিকে চট্টগ্রাম বন্দরের এনসিটি থেকে ভুটানের ট্রানজিট চালানের ২০ ফুট দীর্ঘ কনটেইনারটি বহনকারী ট্রেইলার বিশেষ ব্যবস্থায় বুড়িমারীর উদ্দেশ্যে রওনা দেয়। এ কনটেইনারের নিরাপত্তার জন্য এসকর্ট সেবা দিচ্ছে কাস্টমস। 

কাস্টম হাউস চট্টগ্রামের ডেপুটি কমিশনার এইচএম কবির বাংলানিউজকে বলেন, মঙ্গলবারই আমরা শুল্কায়ন ও ফি আদায়ের কার্যক্রম শেষ করেছি। শিপিং এজেন্টের কিছু পাওনা বকেয়া থাকায় সেগুলো পরিশোধ করে আজ রাতেই এসকর্ট সুবিধাসহ কনটেইনার বহনকারী গাড়িটি যাত্রা শুরু করেছে। চালানটির মধ্যে আমাদের দেশের ভাবমূর্তি, আন্তর্জাতিক অঙ্গনে আমাদের দক্ষতা ও গ্রহণযোগ্যতার বিষয় জড়িত। তাই আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি।আমরা আশাকরি দ্রুততম সময়ে চালানটি বুড়িমারী স্থলবন্দরে পৌঁছাবে। 

সূত্র জানায়, বাংলাদেশ ও ভুটানের মধ্যে ২০২৩ সালের ২২ মার্চ সই হওয়া ‘অ্যাগ্রিমেন্ট অন দ্য মুভমেন্ট অব ট্রাফিক-ইন-ট্রানজিট’ চুক্তি ও প্রটোকলের আওতায় পরীক্ষামূলক ভাবে চালানটি চট্টগ্রাম বন্দরে আসে প্রায় দুই মাস আগে। ভুটানের চালানটি ‘এমভি এইচআর হিরা’ জাহাজে চট্টগ্রাম বন্দরে এসেছিল। থাইল্যান্ড থেকে আসা ভুটানের পরীক্ষামূলক চালানটিতে প্রায় সাড়ে ৬ হাজার কেজি পণ্য রয়েছে। এর মধ্যে শ্যাম্পু, শুকনো পাম ফল, আইস টি, চকলেট, অরেঞ্জ জুস ইত্যাদি রয়েছে।  

চালানটির রপ্তানিকারক থাইল্যান্ডের অ্যাবিট ট্রেডিং কোম্পানি লিমিটেড। চালানটি আমদানি করেছে ভুটানের এবিট ট্রেডিং। ভুটানের চালানটি খালাসের দায়িত্বে ছিল সিঅ্যান্ডএফ এজেন্ট এনএম ট্রেডিং করপোরেশন। 

এনএম ট্রেডিং করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. শহীদুল আলম খান বাংলানিউজকে বলেন, প্রথম চালান হওয়ায় ফি নির্ধারণসহ অনেক ধাপে কিছুটা সময় লেগেছে। আমরা খুশি অবশেষে চট্টগ্রাম বন্দর থেকে চালানটি বুড়িমারী স্থলবন্দরে নিয়ে যেতে পারছি। সরকার, এনবিআর, বন্দর, কাস্টমস, সড়ক ও জনপথ বিভাগ, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী সবার প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই।  

সূত্র জানায়, প্রতি চালানে ডকুমেন্ট প্রসেসিং ফি ৩০ টাকা, ট্রান্সশিপমেন্ট ফি প্রতি টন ২০ টাকা, নিরাপত্তা চার্জ প্রতি টন ১০০ টাকা, এসকর্ট ফি প্রতি কনটেইনারে কিলোমিটারপ্রতি ৮৫ টাকা, প্রশাসনিক মাশুল প্রতি টন ১০০ টাকা এবং স্ক্যানিং ফি প্রতি কনটেইনারে ২৫৪ টাকা পাবে বাংলাদেশ। পরীক্ষামূলক চালানের জন্য সড়ক টোল ও মাশুল নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম পোর্ট অ্যাকসেস রোডে ১২ কিলোমিটারের টোল সড়ক রয়েছে, যার জন্য ৪৫ টাকা টোল দিতে হবে। এ ছাড়া মেঘনা, মেঘনা–গোমতী, যমুনা এবং তিস্তা ব্রিজের জন্য মোট টোল দিতে হবে ৪ হাজার ৮১৫ টাকা। আবার ট্রেইলারের মোট ওজন ধরে প্রতি টনে টোল ফ্রি সড়কের (৬৭২ কিলোমিটার) জন্য মাশুল দিতে হবে ১ হাজার ৪৬২ টাকা। এ হিসাবে সাড়ে ৬ টন পণ্যের জন্য ১০ হাজার ২৩৪ টাকা মাশুল দিতে হবে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক বাংলানিউজকে বলেন, ট্রানজিট সেবা দিতে চট্টগ্রাম বন্দর প্রস্তুত। আমাদের পর্যাপ্ত ইয়ার্ড, বার্থ, টার্মিনাল রয়েছে। নতুন নতুন টার্মিনাল, বে টার্মিনাল হচ্ছে। কনটেইনার হ্যান্ডলিং সক্ষমতাও বেড়েছে। যত বেশি কনটেইনার হ্যান্ডলিং করবে তত বেশি চট্টগ্রাম বন্দরের  রাজস্ব আহরণ বাড়বে। ভুটানের ট্রানজিট পণ্যের প্রথম চালান সুন্দরভাবে বন্দর থেকে ডেলিভারি হয়েছে এতে বন্দর কর্তৃপক্ষ গৌরবান্বিত। 

চলতি বছরের প্রথম ১০ মাসে (জানুয়ারি-অক্টোবর) চট্টগ্রাম বন্দরে ২৮ লাখ ৪৯ হাজার ৫৪২ টিইইউস কনটেইনার হ্যান্ডলিং হয়েছে। কার্গো হ্যান্ডলিং হয়েছে ১১ কোটি ৫০ লাখ ৬৭ হাজার ২০০ মেট্রিক টন এবং ৩ হাজার ৫৫২টি জাহাজ হ্যান্ডলিং হয়েছে। গত বছরের একই সময়ের তুলনায় ১ লাখ ৩২ হাজার ৩২৮ টিইইউএস কনটেইনার, ১ কোটি ২৯ লাখ ৮ হাজার ১৭৪ মেট্রিক টন কার্গো এবং ৩৫১টি জাহাজ বেশি হ্যান্ডলিং হয়েছে। কনটেইনার হ্যান্ডলিংয়ে ৪ দশমিক ৮৭ শতাংশ, কার্গো হ্যান্ডলিংয়ে ১২ দশমিক ৬৪ শতাংশ এবং জাহাজ হ্যান্ডলিংয়ে ১০ দশমিক ৯৭ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। উৎস: বিডি প্রতিদিন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়