শিরোনাম
◈ বায়ার্ন মিউনিখকে ৩-১ গো‌লে হারা‌লো আ‌র্সেনাল ◈ তারেক রহমান এখনও ভোটার নন, ডিসেম্বরে দেশে এসেই ভোটার হবেন: দলীয় সূত্র ◈ ফিফা নিষেধাজ্ঞা স্থগিত কর‌লো, বিশ্বকাপের শুরু থেকেই খেলতে পারবেন রোনালদো ◈ কেন বিবিসির বিরুদ্ধে ট্রাম্পের মানহানি মামলা ঝুঁকিপূর্ণ হতে পারে ◈ পূর্বাচল প্লট মামলায় শেখ হাসিনা পরিবারের ভাগ্য নির্ধারণ আজ ◈ এনসিপিসহ চার দলের নতুন রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ বৃহস্পতিবার ◈ যেসব স্বর্ণ মিলল শেখ হাসিনার লকারে, দেখুন ছবিতে ◈ একই দিনে নির্বাচন–গণভোট: জানুন সরকারের দেওয়া ৮ গুরুত্বপূর্ণ তথ্য ◈ আর্থিক দুরবস্থায় একীভূত হওয়া ৫ ব্যাংকে বেতন–ভাতা কমছে ◈ প্রতিদিন গড়ে প্রায় ৬ কোটি ৬৮ লাখ ডিম উৎপাদিত হচ্ছে

প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২৫, ০৯:২২ সকাল
আপডেট : ২৭ নভেম্বর, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুদের হার কমার প্রত্যাশায় আন্তর্জাতিক বাজারে আবারও চাঙ্গা স্বর্ণের দাম, আজ থেকে কার্যকর হবে নতুন দাম

ইউএস ফেডারেল রিজার্ভ আগামী মাসে সুদের হার কমাতে পারে—এমন জোরালো প্রত্যাশার কারণে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম আবারও চাঙ্গা হয়েছে। বুধবার স্বর্ণের স্পট মূল্য দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ অবস্থানে পৌঁছায়।

রয়টার্স জানায়, সাম্প্রতিক অর্থনৈতিক সূচক প্রকাশের পর বিনিয়োগকারীরা ডলার ছেড়ে নিরাপদ সম্পদ হিসেবে আবারও স্বর্ণের দিকে ঝুঁকছেন।

জিএমটি সময় সকাল ১০টা ১৯ মিনিটে স্পট গোল্ডের দাম ০.৮% বেড়ে প্রতি আউন্স দাঁড়ায় ৪,১৬১.৫৭ ডলার—যা ১৪ নভেম্বরের পর সর্বোচ্চ। ডিসেম্বরে ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের ফিউচার্স মার্কেটে স্বর্ণের মূল্য ০.৪% বেড়ে পৌঁছায় আউন্সপ্রতি ৪,১৫৭.৪০ ডলার।

ইউবিএসের বিশ্লেষক জিওভান্নি স্টাউনোভো বলেন, “বাজার আবারও মূল্যায়ন করছে যে ডিসেম্বরে যুক্তরাষ্ট্র সুদ কমাতে পারে।” সাধারণত সুদের হার কমলে স্বর্ণের চাহিদা বাড়ে, কারণ এ সময় বিনিয়োগকারীরা নিরাপদ সম্পদে অর্থ স্থানান্তর করতে আগ্রহী হন।

দেশের বাজারে ভরিতে স্বর্ণ ২ লাখ ৮ হাজার ১৬৭ টাকা

এদিকে বাংলাদেশে বুধবার (২৬ নভেম্বর) স্বর্ণ বিক্রি হচ্ছে ইতিহাসের অন্যতম উচ্চমূল্যে—ভরিতে ২ লাখ ৮ হাজার ১৬৭ টাকা। এর আগে গত বৃহস্পতিবার (২০ নভেম্বর) ১ হাজার ৩৫৩ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম কমায় সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

নতুন দরের তালিকা অনুযায়ী—

  • ২২ ক্যারেট স্বর্ণ ভরি: ২,০৮,১৬৭ টাকা
  • ২১ ক্যারেট স্বর্ণ ভরি: ১,৯৮,৬৯৬ টাকা
  • ১৮ ক্যারেট স্বর্ণ ভরি: ১,৭০,৩১৮ টাকা
  • সনাতন পদ্ধতিতে স্বর্ণ ভরি: ১,৪১,৬৪৮ টাকা 

সূত্র: জনকণ্ঠ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়