জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে পিকআপ ভ্যানে নারকেলের ছোবড়ার ভিতর করে বিপুল পরিমাণ গাঁজা সরবরাহ কালে মহিনুল ইসলাম শামিন নামে এক ব্যক্তিকে আটক করেছে র্যাব-১১। এ সময় তিনটি বস্তা থেকে ৩৩ কেজি গাঁজা ও একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়। বুধবার (২৬ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুর পৌর শহরের বিসিক শিল্পনগরী এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ তাকে আটক করা হয়। আটক মহিনুল ইসলাম শামিন ওই পিকআপ ভ্যানটির চালক। তবে তাৎক্ষণিক তার পরিচয় জানাতে পারেনি র্যাব-১১।
র্যাব-১১ এর নোয়াখালী কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুন্ডু বিষয়টি নিশ্চিত করে জানায়, কুমিল্লা জেলা থেকে একটি পিকআপ ভ্যানে করে বিপুল পরিমাণ মাদক লক্ষ্মীপুর আনা হচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ এর একটি অভিযানিক দল লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের বিসিক শিল্প নগরী এলাকায় অভিযান চালায়।
এ সময় নারকেলের ছোবড়াসহ একটি পিকআপ ভ্যানকে আটক করে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে ছোবড়ার ভেতরে লুকানো অবস্থায় তিনটি বস্তা থেকে ৩৩ কেজি গাঁজা উদ্ধার করে র্যাব-১১ এর অভিযানিক দল। এ সময় পিকআপ ভ্যানটির চালক মহিনুল ইসলাম শামিন গাড়ি রেখে পালানোর চেষ্টা করলে র্যাব সদস্যরা তাকে আটক করে র্যাব-১১ এর নোয়াখালী-লক্ষ্মীপুর ক্যাম্পে নিয়ে যায়।
তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে কুমিল্লা থেকে গাঁজাগুলো লক্ষ্মীপুরে বিভিন্ন মাদকসেবীদের নিকট বিক্রির উদ্দেশ্যে আনা হয়েছে। এঘটনায় লক্ষ্মীপুর সদর থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের পর আটক ব্যক্তিকে পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।