আদনান হোসেন, ধামরাই (ঢাকা) প্রতিনিধিঃ ঢাকার ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের আড়ালিয়া এলাকায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে অবৈধ ইটভাটা মাহী ব্রিকস ভাঙার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মালিক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী সোলায়মান হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার (২৬ নভেম্বর) দুপুরে অভিযানে বাধা দিতে গেলে আইন–শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বাকবিতণ্ডার এক পর্যায়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
এ ঘটনায় সোলায়মানের শালক বাবুল জানান, ভাটা ভাঙার খবর পেয়ে সেখানে গিয়ে তিনি বাধা দিলে সরিয়ে দেওয়ার সময় হার্টঅ্যাটাক করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ান-উল-ইসলাম বলেন, অভিযানের সময় সোলায়মান প্রতিবন্ধকতা সৃষ্টি করায় তাকে সরিয়ে দেওয়া হয়।
অভিযানে ধামরাইয়ের বিভিন্ন এলাকায় ৫টি ইটভাটায় প্রতিটিকে ৩ লাখ করে মোট ১৫ লাখ টাকা জরিমানা করা হয়। ভাটাগুলো হলো—রাইসুর & সামসুদ্দিন ব্রিকস, থ্রিস্টার ব্রিকস, লায়ন ব্রিকস, দাদা ব্রিকস এবং এস এন ব্রিকস অ্যান্ড কোং। এছাড়া মাহী ব্রিকস ও এবিসি ব্রিকস–এর চিমনি ভেঙে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। একই এলাকায় ডিএসব রি-সাইক্লিং প্ল্যান্টও গুড়িয়ে দেওয়া হয়।
পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ান-উল-ইসলাম নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। তিনি সাংবাদিকদের বলেন ধামরাইয়ে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে ৫টি ভাটায় ১৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে, এবং এই অভিযান অব্যাহত থাকবেন।