শিরোনাম
◈ বাংলা‌দেশ জিত‌লো তামিমের সেঞ্চুরিতে, সি‌রিজ শেষ হ‌লো সমতায়  ◈ তোপের মুখে হ্যান্ডকাপ পরা অবস্থায় ছাত্রলীগ কর্মীকে ছেড়ে দিল পুলিশ (ভিডিও) ◈ ‘ফজু পাগলা’ উপাধি যারা দিয়েছে তাদেরকে ধন্যবাদ জানাই: ফজলুর রহমান ◈ সরকার থেকে পদত্যাগ নিয়ে যা বললেন আসিফ মাহমুদ ◈ ২০২৬ সালের জুনের মধ্যে বাতিল হবে ৬ ধরনের দলিল: আসছে সম্পূর্ণ ডিজিটাল ভূমি ব্যবস্থা ◈ আগামী নির্বাচন হতে যাচ্ছে মাইলফলক: সিইসি নাসির উদ্দিন ◈ 'র' এর মাধ্যমে শিখ নেতাদের হত্যাকাণ্ডে জড়িত অমিত শাহ, চাঞ্চল্যকর তথ্যচিত্র প্রকাশ! (ভিডিও) ◈ জেট ফুয়েলের দাম আরও বাড়ল, বিমান ভাড়া কি বাড়বে? ◈ আ.লীগের বড় পরিকল্পনা ফাঁস, গ্রেপ্তার ২৫ ◈ ১৮ নভেম্বর ‘প্রবাসী ভোটার অ্যাপ’ উদ্বোধন

প্রকাশিত : ০৯ নভেম্বর, ২০২৫, ১১:০১ দুপুর
আপডেট : ০৯ নভেম্বর, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাদুকাটায় বালি চোরদের হামলায় ম্যাজিস্ট্রেট ও পুলিশ সদস্য আহত

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার জাদুকাটা নদীতে বালিখেকো চক্রের হামলায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশের সদস্যরা আহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে নদীর পশ্চিম তীরের ঘাগটিয়া গ্রামের জালোরটেক এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, নদীর পাড় কেটে বালি চুরির ঘটনায় অভিযান চালাতে গেলে বালিচোর চক্রের সদস্যরা নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিবুল হাসান, তাহিরপুর থানা ও নৌ পুলিশের সদস্যদের লক্ষ্য করে পাথর, বোল্ডার ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে পুলিশ বাহিনীর কয়েকজন সদস্য আহত হন এবং ম্যাজিস্ট্রেট হাসিবুল হাসান অল্পের জন্য রক্ষা পান।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, ঘাগটিয়া গ্রামের বালিচোর চক্রের মূলহোতা আবু লাহাবের নেতৃত্বে শফিক, আবু তালিব ও আল আমিনসহ ২৫-৩০ জন একযোগে হামলায় অংশ নেয়। তারা লাঠিসোটা, দেশীয় অস্ত্র, পাথর ও বোল্ডার নিয়ে ম্যাজিস্ট্রেট ও পুলিশ সদস্যদের লক্ষ্য করে হামলা চালায় এবং অশ্লীল গালিগালাজসহ প্রাণনাশের হুমকি দেয়। একপর্যায়ে প্রশাসনের সদস্যরা পিছু হটতে বাধ্য হন।

আবুল লাহাব হামলায় নিজের সম্পৃক্ততা অস্বীকার করে বলেন, “ঘটনাস্থল আমার ভাই শফিক ও আবু তালিবদের এলাকায়। হয়তো তারা জড়িত থাকতে পারে।”

নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিবুল হাসান বলেন, “হামলাকারীরা বেপরোয়া হয়ে পাথর ও বোল্ডার নিক্ষেপ করে। আমরা ঘটনাটি ইউএনওকে অবহিত করেছি।”

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান মানিক বলেন, “ঘটনাটি জেলা প্রশাসককে লিখিত ও মৌখিকভাবে জানানো হয়েছে।”

সুনামগঞ্জ জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, “হামলা ও বালি চুরির ঘটনায় থানায় নিয়মিত মামলা দায়েরের নির্দেশ দেওয়া হয়েছে। অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনা হবে।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়