কল্যাণ বড়ুয়া, বাঁশখালী(চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের কাহারঘোনা গ্রামে পাগলা কুকুরের কামড়ে বেশ কয়জন শিশু ও গৃহবধু গুরুতরভাবে আহত হয়েছে। তাদের মধ্যে গুরুতর আহত ৫ শিশু ও গৃহবধুকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামের ফৌজদার হাট অবস্থিত হাসপাতালে প্রেরন করা হয়েছে স্থানীয় সমাজকর্মী নজরুল ইসলাম খান জানান।
শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটলে আহতদের বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয় রাতে। পাগলা কুকুরের কামড়ে আহতরা হলেন সরলের ৪নং ওয়ার্ডের কাহারঘোনা গ্রামের নওশা বর বাড়ীর আজগর হোসেনের শিশু কন্যা জন্নাতুল ফেরদৌস(৫), লালখান পাড়ার মোস্তফ আলীর শিশু কন্যা কলি আক্তার-(৮),সাগের উল্লাহের পুত্র সোবহান সাফায়েত সাদ(৪),হারুনুর রশিদের পুত্র মোহাম্মদ রামিম(১০),ও মোস্তাক আহমদের স্ত্রী রোজি আক্তার (২৫) গুরুতর আহত হয়।
তাদের মধ্যে ৪ জনকে চট্টগ্রামের ভাটিয়ারীতে অবস্থিত ফৌজদার হাট হাসপাতালে প্রেরন করা হয়। শনিবার বিকালে এ রিপোর্ট লেখা পর্যন্ত আহতেরা সেখানে চিকিৎসাধীন বলে পারিবারিক সুত্রে জানা যায়।