শিরোনাম
◈ বাংলাদেশি কোম্পানির বিদেশে বিনিয়োগ ১৮ দেশে, স্থিতি ৩৫ কোটি ডলার ◈ ‘সুসম্পর্কই লক্ষ্য’ — বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি বার্তা দিলেন রাজনাথ সিং ◈ অভ্যুত্থানে আইন প্রয়োগকারী সংস্থার কিছু সদস্যের ভুল ছিল: হিন্দুস্তান টাইমসকে হাসিনা ◈ বিড়াল হত্যাকারী সেই নারী গ্রেপ্তার ◈ ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হওয়া জরুরি: জামায়াত আমির ◈ ৫ আগস্টের পর ছাত্ররা ভুল করেছে, নির্বাচনের মাধ্যমে ক্ষমতা যাবে ভারতের হাতে: ফরহাদ মজহার ◈ মির্জা আজম বলেন, “সালামান তো বলল পাঠাবে, জবাবে ওবায়দুল কাদের বলেন, ও তো উল্টা টাকা চায় (অডিও) ◈ রিজভীর পা ছুঁয়ে সালাম করা ট্রাফিক সার্জেন্ট আরিফুল প্রত্যাহার ◈ বাংলাদেশ সীমান্তের পাশে তিন সেনা ঘাঁটি স্থাপন করেছে ভারত, সম্পর্কের প্রভাব নিয়ে নতুন প্রশ্ন ◈ সেনাপ্রধানকে নিয়ে অপপ্রচার, সতর্ক করল আইএসপিআর

প্রকাশিত : ০৮ নভেম্বর, ২০২৫, ০১:০৩ রাত
আপডেট : ০৮ নভেম্বর, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিড়াল হত্যাকারী সেই নারী গ্রেপ্তার

বগুড়ার আদমদীঘি উপজেলায় একটি বিড়াল গলা কেটে হত্যার অভিযোগে বুলবুলি বেগম (২৬) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে নিজ বাড়ি উপজেলার দত্তবাড়িয়া গুচ্ছগ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে গত বুধবার বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্য এমরান হোসেন বিড়াল হত্যার অপরাধে বুলবুলি বেগমের নামে থানায় লিখিত অভিযোগ করেন।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, এক নারী একটি বিড়ালকে গলা কেটে হত্যা করছেন। ভিডিও ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে কঠোর নিন্দা ও ক্ষোভ সৃষ্টি হয় এবং প্রাণীপ্রেমীরা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক আদনান আজাদ বলেন, আমরা প্রতিটি প্রাণের প্রতি নৃশংসতার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছি। ঘটনাটির সুষ্ঠু বিচার জরুরি এবং অভিযুক্ত গ্রেপ্তার হওয়া আইনি প্রক্রিয়ার ক্ষেত্রে ইতিবাচক দৃষ্টান্ত।

সংগঠন জানিয়েছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিষয়টি জানতে পেরে গভীর সমবেদনা প্রকাশ ও আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

সংগঠনের প্রধান সমন্বয়কারী আতিকুর রহমান রুমন বলেন, দেশে সব প্রাণী যেন নিরাপদ আবাসস্থল পায়, সে লক্ষ্যে কাজ করছি। এই ধরনের নিষ্ঠুরতায় জড়িতদের কড়া শাস্তি নিশ্চিত করতে হবে।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মোস্তাফিজুর রহমান কালবেলাকে বলেন, লিখিত অভিযোগের পরই অভিযুক্ত বুলবুলি বেগমকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়