শামীম মীর,গৌরনদী (বরিশাল) প্রতিনিধি: বরিশালের গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের দক্ষিণ সাকোকাঠি গ্রামে হালের ধান খাওয়া কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় দু’জন গুরুতর আহত হয়েছে। আহতদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় গৌরনদী মডেল থানায় অভিযোগ দায়ের হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে সরিকল ইউনিয়নের দক্ষিণ সাকোকাঠি গ্রামের লতিফ সরদারের ছেলে মোহাম্মদ নাসির উদ্দিন সরদারের সঙ্গে আওয়ামী লীগ নেতা কামাল সরদারের ধান নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষের সূত্রপাত ঘটে। এতে আওয়ামী লীগ নেতা কামাল সরদার ও তার পরিবারের লোকজনসহ নাসির সরদারকে এলোপাতাড়ি মারধর ও লোহার রড দিয়ে আঘাত করে।
এ সময় নাসিরের স্ত্রী বেবি বেগম এগিয়ে আসলে তাকেও পিটিয়ে রক্তাক্ত জখম করা হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাসিরকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
ঘটনার বিষয়ে সরিকল তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই রফিকুল ইসলাম জানান, “ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন আছে।”
অভিযুক্ত আওয়ামী লীগ নেতা কামাল সরদারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, “ধান খাওয়া কেন্দ্র করে ঝগড়া হয়েছে, আমি বিষয়টি মীমাংসা করার চেষ্টা করছি।”