আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলের সম্ভাব্য সংসদ সদস্যের তালিকায় নাম না থাকায় এক অভিনব পন্থায় প্রতিবাদ জানিয়েছেন ফেনী জেলা বিএনপির সদস্যসচিব আলাল উদ্দিন আলাল। ক্রিকেট মাঠে আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তুষ্ট হয়ে রিভিউ চাওয়ার ভঙ্গিতে, তিনি ধানক্ষেতে দাঁড়িয়ে হাত তুলে দলের হাইকমান্ডের কাছে মনোনয়ন পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন করেছেন।
শুক্রবার (৭ নভেম্বর) সকালে আলাল উদ্দিনের এই প্রতিবাদ মুহূর্তটি ছবি আকারে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট হতেই তা দ্রুত ভাইরাল হয়ে যায়।
জানা গেছে, আলাল উদ্দিন আলাল ফেনী-২ (সদর) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন। কিন্তু গত ৩ নভেম্বর বিএনপি মহাসচিব ঘোষিত সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী তালিকায় তার নাম ছিল না। প্রতিবাদস্বরূপ এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টি আকর্ষণের জন্য তিনি এই ব্যতিক্রমী পথ বেছে নেন।
নিজের ফেসবুক পোস্টে ওই ছবিটি দিয়ে আলাল উদ্দিন আলাল ক্যাপশনে লেখেন, ‘নো ক্যাপশন।’
তার এই ব্যতিক্রমী প্রতিবাদ নেটিজেনদের প্রশংসা কুড়িয়েছে। মন্তব্যের ঘরে অনেকে এটিকে ‘ব্যতিক্রমী এবং অসাধারণ আবেদন’ এবং ‘ছবিটাই ক্যাপশন’ বলে মন্তব্য করেছেন। নেটিজেনরা এই প্রতিবাদকে 'সুস্থ ধারার রাজনৈতিক প্রজ্ঞা' বলেও উল্লেখ করছেন।
এ বিষয়ে আলাল উদ্দিন আলাল বলেন, অতীতে ফেনীর রাজনীতি দেশের আলোচিত ছিল। এখন পরিবর্তিত যুগে প্রতিবাদের ভাষায়ও ভিন্নতা এনেছেন ফেনীর মানুষ।
তিনি বলেন, আমিও চাই এ প্রতিবাদের মধ্য দিয়ে ফেনী-২ আসনটি 'রিভিউ' করা হোক এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের অহংকার তারেক রহমান যেন ফেনী-২ আসনটি রিভিউ করে।
প্রসঙ্গত, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী জেলার ৩টি সংসদীয় আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। আসনগুলো হচ্ছে- ফেনী-০১ (ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া) আসনে ধানের শীষ প্রতীকে লড়বেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ফেনী-২ (সদর উপজেলা) আসনে ধানের শীষ প্রতীকে লড়বেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জয়নাল আবদীন ভিপি, ফেনী-০৩ (সোনাগাজী ও দাগনভূঞা) আসনে ধানের শীষ প্রতীকে লড়বেন খ্যাতনামা শিল্পপতি ও বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু। উৎস: নিউজ২৪