শিরোনাম
◈ জুলাই বিপ্লবের পর রাজনৈতিক দলগুলোর সহযোগিতা পাইনি — উপদেষ্টা আসিফ মাহমুদ ◈ ক্ষুদ্র ইন্টারনেট অপারেটরদের বাজার থেকে হটাতে ডিডস আক্রমণ চলছে: ফয়েজ আহমদ তৈয়্যব ◈ হিন্দুদের কারো কারো ‘জামায়াতে যোগ দেওয়ার’ কারণ কী, তাদের নেতৃত্ব দেওয়ার সুযোগ আছে? ◈ বাংলা‌দেশ‌কে হা‌রি‌য়ে সি‌রি‌জে ২-১ এ এ‌গি‌য়ে গে‌লো আফগা‌নিস্তান ◈ গণতন্ত্র ধ্বংসের চক্রান্ত চলছে, ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হতে হবে: মির্জা ফখরুল ◈ হংকং সি‌ক্সেস ক্রিকে‌টে শ্রীলঙ্কা‌কে ১৪ রা‌নে হারা‌লো বাংলাদেশ ◈ শনিবার থেকে লাগাতার অবস্থান কর্মসূচি প্রাথমিক শিক্ষকদের ◈ নির্বাচনের আগে গণভোট চাওয়া নির্বাচন বানচালের ষড়যন্ত্র: মির্জা ফখরুল ◈ ফেব্রুয়ারির প্রথম বা দ্বিতীয় সপ্তাহে নির্বাচন আয়োজনের পূর্ণ প্রস্তুতি সম্পন্ন: ইসি মাছউদ ◈ নতুন বাংলাদেশে মুক্তিযুদ্ধের ব্যবসা চলবে না: ডাকসু ভিপি (ভিডিও)

প্রকাশিত : ০৭ নভেম্বর, ২০২৫, ০৬:৩৮ বিকাল
আপডেট : ০৭ নভেম্বর, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

ফেব্রুয়ারির নির্বাচন বানচাল করাই একাত্তর ও চব্বিশের গণহত্যাকারীদের লক্ষ্য: এমরান সালেহ প্রিন্স

মনিরুল ইসলাম: বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, “অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, ফেব্রুয়ারির নির্বাচন বানচাল করাই একাত্তর ও চব্বিশের গণহত্যাকারীদের একমাত্র লক্ষ্য।”

শুক্রবার বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের যৌথ আয়োজিত বর্ণাঢ্য মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “১১ নভেম্বর থেকে নিষিদ্ধ আওয়ামী লীগের পরিকল্পিত নৈরাজ্য সৃষ্টি এবং একই সময়ে জামায়াত নেতাদের ‘ঢাকার চেহারা পাল্টে দেওয়ার’ ঘোষণায় জনগণের মনে প্রশ্ন জেগেছে—তারা কি একসঙ্গে নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত?”

হালুয়াঘাট পৌর শহরের ডিএস আলীম মাদরাসা মাঠে আয়োজিত এই সমাবেশ শেষে বিশাল মিছিলটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা পরিষদ, পুরাতন বাসস্ট্যান্ড, মধ্যবাজার, উত্তরবাজার প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। নারী ও গারো সম্প্রদায়ের অংশগ্রহণে রঙিন এই মিছিলটি ধানের শীষে ভোট চাওয়ার স্লোগানে মুখরিত হয়ে একপর্যায়ে নির্বাচনী মিছিলে রূপ নেয়।

প্রিন্স বলেন, “একাত্তরের মুক্তিযুদ্ধ, পঁচাত্তরের সিপাহী-জনতার বিপ্লব এবং চব্বিশের ছাত্র গণঅভ্যুত্থান একই সূত্রে গাঁথা—দখলদার ও আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করে স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও অর্থনৈতিক মুক্তি অর্জনের আন্দোলনই ছিল এসব সংগ্রামের লক্ষ্য।”

তিনি আরও বলেন, “সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই জনগণের সেই গণআকাঙ্ক্ষা বাস্তবায়ন সম্ভব। বিএনপি সেই লক্ষ্যেই কাজ করছে।”

সরকার ও নির্বাচন কমিশনের প্রতি দ্রুত নির্বাচনের তফসিল ঘোষণার আহ্বান জানিয়ে এমরান সালেহ প্রিন্স বলেন, “ফেব্রুয়ারিতে, রমজানের আগেই নির্বাচন না হলে দেশ মহাবিপর্যয়ে পড়বে, যার সম্পূর্ণ দায় সরকারকেই নিতে হবে।”
তিনি অভিযোগ করে বলেন, “বিএনপির বিপুল জনসমর্থন দেখে কিছু রাজনৈতিক দল নন-ইস্যুকে ইস্যু বানিয়ে নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে জনগণের ভোটাধিকার কেড়ে নিতে চায়। এতে সুযোগ নিয়ে পালাতক ফ্যাসিবাদ আবারও ফিরে আসার আশঙ্কা রয়েছে। আওয়ামী ফ্যাসিবাদকে ফিরিয়ে আনার চক্রান্ত চলছে।”

বিএনপি নেতা আরও বলেন, “আওয়ামী ফ্যাসিবাদ পুনঃপ্রতিষ্ঠার যেকোনো চক্রান্ত রুখে দিতে হবে। জনগণকে এখন থেকেই নির্বাচনের জন্য সর্বাত্মক প্রস্তুতি নিতে হবে। যেকোনো মূল্যে ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হতে হবে।”
ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ করে প্রিন্স বলেন, “নির্বাচন বানচালের ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক থাকতে হবে। কয়েকটি জনবিচ্ছিন্ন ও বিতর্কিত দল সরকারকে তাদের ফাঁদে ফেলতে চায়।”

তিনি অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “জনগণ ও রাজনৈতিক দলের কাছে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী রমজানের আগেই নির্বাচন আয়োজন করতে হবে। বিএনপি সংস্কার চায় বলেই সরকারের সংস্কার উদ্যোগকে সহযোগিতা করছে। জুলাই জাতীয় সনদে ঐকমত্য হওয়া বিষয়গুলো সংবিধান ও প্রচলিত আইনের আলোকে বাস্তবায়ন করতে হবে।”
ময়মনসিংহ-১ আসনে মনোনয়ন পাওয়ায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এমরান সালেহ প্রিন্স বলেন, “জনগণের ভোটে নির্বাচিত হয়ে দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করব।”

সমাবেশে আরও বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম, উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ, উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবীর, যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলী প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়