শিরোনাম
◈ বাংলাদেশি কোম্পানির বিদেশে বিনিয়োগ ১৮ দেশে, স্থিতি ৩৫ কোটি ডলার ◈ ‘সুসম্পর্কই লক্ষ্য’ — বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি বার্তা দিলেন রাজনাথ সিং ◈ অভ্যুত্থানে আইন প্রয়োগকারী সংস্থার কিছু সদস্যের ভুল ছিল: হিন্দুস্তান টাইমসকে হাসিনা ◈ বিড়াল হত্যাকারী সেই নারী গ্রেপ্তার ◈ ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হওয়া জরুরি: জামায়াত আমির ◈ ৫ আগস্টের পর ছাত্ররা ভুল করেছে, নির্বাচনের মাধ্যমে ক্ষমতা যাবে ভারতের হাতে: ফরহাদ মজহার ◈ মির্জা আজম বলেন, “সালামান তো বলল পাঠাবে, জবাবে ওবায়দুল কাদের বলেন, ও তো উল্টা টাকা চায় (অডিও) ◈ রিজভীর পা ছুঁয়ে সালাম করা ট্রাফিক সার্জেন্ট আরিফুল প্রত্যাহার ◈ বাংলাদেশ সীমান্তের পাশে তিন সেনা ঘাঁটি স্থাপন করেছে ভারত, সম্পর্কের প্রভাব নিয়ে নতুন প্রশ্ন ◈ সেনাপ্রধানকে নিয়ে অপপ্রচার, সতর্ক করল আইএসপিআর

প্রকাশিত : ০৮ নভেম্বর, ২০২৫, ১২:০৬ রাত
আপডেট : ০৮ নভেম্বর, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জোটে যাওয়ার বিষয়ে যা বললেন গণঅধিকার পরিষদ সভাপতি নুরুল হক নুর

আগামী দিনে সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা নিয়ে রাজনৈতিক দলগুলোর অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়ে জোটে যাওয়ার সিদ্ধান্ত নেয়ার কথা জানিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় শহীদ মিনারে যুব অধিকার পরিষদ আয়োজিত ‘তরুণ্যের রাজনৈতিক সমাবেশ’ শীর্ষক সম্মেলনে তিনি এ কথা জানান।

নুরুল হক নুর বলেন, ‘গণঅধিকার পরিষদ এখনও কোনো রাজনৈতিক দলের সঙ্গে জোটবদ্ধ হয়নি। তবে দেশের পরিবর্তনের প্রশ্নে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাফিয়াদের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর অবস্থান নিশ্চিত হওয়ার পরই বিবেচনা করা হবে গণঅধিকার পরিষদ কোনো জোটে যাবে কিনা।’

বিভিন্ন রাজনৈতিক দলের সমালোচনা করে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, ‘কোনো রাজনৈতিক দলই দেশের চলমান সন্ত্রাস, চাঁদাবাজ ও দখলবাজ মুক্ত করতে আগ্রহী নয়। অধিকাংশ দলই ভোট কেন্দ্র দখল করতে সন্ত্রাস ও চাঁদাবাজদের পৃষ্ঠপোষক করতে চায়। তবে গণঅধিকার পরিষদ এই অপরাজনীতি থেকে দেশকে মুক্ত করতে চায়।’

সেই লক্ষ্য বাস্তবায়নে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে ট্রাক প্রতীকে ভোট দিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীদের বিজয়ী করতে সবার প্রতি আহ্বান জানান নুরুল হক নুর।

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট প্রসঙ্গে সাধারণ ভোটারদের উদ্দেশ্যে নুরুল হক নুর বলেন, ‘নির্বাচন হলে একটি সরকার পাঁচ বছরের জন্য স্থায়ী হয়ে যায়। তাই ভোট দেয়ার ক্ষেত্রে আগামী পাঁচ বছর আপনারা দেশের ভবিষ্যৎ কাদের হাতে তুলে দেবেন তা বুঝে শুনে সিদ্ধান্ত নিতে হবে।’


নুর বলেন, ‘নারায়ণগঞ্জ একটি শিল্প এলাকা। এই এলাকার বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান থেকে শামীম ওসমান ও তার লোকজন চাঁদা আদায় করত। তারা চলে গেলেও এই সব প্রতিষ্ঠান থেকে চাঁদা এখনও বন্ধ হয়নি, কারা এখন চাঁদা নিচ্ছে।’

২০২৪ সালের গণঅভ্যুত্থানের বিষয়ে নুরুল হক নুর বলেন, ‘আমরা যে রক্ত ২০২৪ সালের গণঅভ্যুত্থানে দিয়েছি আর কোনো রক্ত আমরা দিতে চাই না। সেই চেতনায় বাংলাদেশকে নতুনভাবে বিনির্মাণ করতে হবে। গত ৫০ বছর বিভিন্ন সময়ে আমরা স্বৈরাচার শাসকদের বন্দুকের নলের সামনে যেই রক্ত দিয়েছি তার প্রকৃত লক্ষ্য আদায় হয়নি। কিন্তু এবারের রক্ত আমরা কোনোভাবেই বৃথা যেতে দেবো না।’

মাদক-সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত আগামীর সমৃদ্ধশীল নারায়ণগঞ্জ গড়ার প্রত্যয়ে তরুণ্যের রাজনৈতিক সমাবেশে আরও বক্তব্য দেন যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাদিম হাসান, ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাজমুল হাসান, যুব অধিকার পরিষদের নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি সাব্বির রাজসহ স্থানীয় নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়