শিরোনাম
◈ চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে ৭৫ শতাংশ অগ্রগতি: প্রধান উপদেষ্টার কাছে রিপোর্ট পেশ ◈ বিএনপি প্রার্থীকে গুলির ঘটনায় নিন্দা ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি মির্জা ফখরুলের ◈ প্রাথমিকে ১০ হাজার ২১৯ পদে শিক্ষক নিয়োগ, আবেদন শুরু ৮ নভেম্বর ◈ মনোনয়ন বঞ্চিতদের মূল্যায়ন করার আশ্বাস বিএনপির ◈ গণসংযোগের সময় চট্টগ্রাম-৮ আসনের বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ ◈ বিশ্বের প্রথম মুসলিম দেশ হিসেবে তামাক নিষিদ্ধে যে ইতিহাস গড়ল মালদ্বীপ ◈ ব্যাটিং ব্যর্থতায় আফগা‌নিস্তা‌নের কা‌ছে ১০২ রা‌নে হে‌রে গে‌লো বাংলা‌দে‌শের যুবারা ◈ হন্ডুরাস‌কে ৭ গোলে হারা‌লো ব্রাজিল ◈ তিন দফা দাবিতে ৮ নভেম্বর আন্দোলনে নামছেন প্রাথমিক শিক্ষকরা ◈ দেশে ডেঙ্গুর প্রকোপ কমছেই না: একদিনে ১০ জনের মৃত্যু, ১০৬৯ জন ভর্তি

প্রকাশিত : ০৫ নভেম্বর, ২০২৫, ০৭:০৩ বিকাল
আপডেট : ০৫ নভেম্বর, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রেমের ফাঁদ টিকটকে: ধর্ষণ মামলার প্রধান আসামি জিল্লুর রাজশাহী থেকে আটক

ইফতেখার আলম বিশাল, রাজশাহী প্রতিনিধি: টিকটক প্ল্যাটফর্মে তিন মাসের পরিচয়ের সূত্র ধরে এক তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলার প্রধান আসামি মোঃ জিল্লুর রহমান (৩৬) কে গ্রেফতার করেছে র‍্যাব-৫।

মঙ্গলবার (০৪ নভেম্বর) দুপুর-২টার দিকে রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন কাঠালবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে র‍্যাব তাকে গ্রেফতার করে। জিল্লুর বগুড়ার কাহালু থানার বামুজা এলাকার আশরাফ আলীর ছেলে।

র‍্যাব-৫ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভুক্তভোগী তরুণীর ১০ বছর পূর্বে পারিবারিকভাবে বিয়ে হলেও দুই বছর আগে সেই সংসারে বিবাহবিচ্ছেদ ঘটে। এরপর তিনি এক ছেলে ও এক মেয়েকে নিয়ে বগুড়ার দুপচাচিয়া মাজিনদা সারপুকুর বাজারে বাসা ভাড়া নিয়ে বসবাস করছিলেন।

প্রায় তিন মাস আগে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের মাধ্যমে ভিকটিমের সাথে আসামি জিল্লুর রহমানের পরিচয় হয়। এই পরিচয়ের সূত্র ধরে মোবাইল ফোনে তাদের নিয়মিত কথা হতো এবং একপর্যায়ে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

প্রেমের সম্পর্কের একপর্যায়ে জিল্লুর রহমান ভিকটিমকে বিবাহের প্রতিশ্রুতি দিয়ে ঈশ্বরদীতে আসতে বলেন। গত ৯ অক্টোবর রাত ৮টার দিকে ভিকটিম ট্রেনে করে ঈশ্বরদীতে পৌঁছান।

এরপর আসামি জিল্লুর তাকে মোটরসাইকেলে বিভিন্ন স্থানে ঘোরান এবং ১০ অক্টোবর দুপুর ২টার দিকে পাবনা জেলার ঈশ্বরদী থানাধীন দাশুড়িয়া বাজারস্থ একটি ফ্ল্যাটের কক্ষ ভাড়া নেন।

অভিযোগে বলা হয়েছে, ১০ অক্টোবর থেকে ১৩ অক্টোবর দুপুর ১টা পর্যন্ত বিভিন্ন সময়ে জিল্লুর বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণীকে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করেন।

ভিকটিম জিল্লুরকে বিয়ের কথা বললে তিনি কালক্ষেপণ করতে থাকেন। একসময় কাজী অফিসে নিয়ে যাওয়ার কথা বলে জিল্লুর তরুণীর মোবাইল ফোন ও ব্যাগ নিয়ে পালিয়ে যান।

এই ঘটনার পর ভিকটিম নিজেই বাদী হয়ে ঈশ্বরদী থানায় ধর্ষক জিল্লুর রহমানের নামে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি র‍্যাব এই চাঞ্চল্যকর ঘটনার ছায়া তদন্ত শুরু করে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-৫, সিপিএসসি, রাজশাহী ক্যাম্পের একটি আভিযানিক দল গতকাল মঙ্গলবার অভিযান পরিচালনা করে পুঠিয়ার কাঠালবাড়িয়া এলাকা থেকে ধর্ষণ মামলার প্রধান ও একমাত্র আসামি জিল্লুর রহমানকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‍্যাব নিশ্চিত করেছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়