শিরোনাম
◈ ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা, ভারী বর্ষণের শঙ্কা ◈ খেলতে গিয়ে নদীতে ডুবে তিন শিশুর মৃত্যু, চলছে নিখোঁজ দুইজনের উদ্ধারকাজ ◈ শনিবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ◈ তুরস্কে ১,৬০০ বছরের প্রাচীন ওয়াইন তৈরির কারখানা উদ্ধার! ◈ ভারতের ৩৯% অবিবাহিত মনে করেন বিয়ে আর জীবনের মাইলফলক নয়, এটি ঐচ্ছিক ◈ বাংলাদেশে চতুর্থ গণভোটের আলোচনা: সংবিধানে কী আছে, আগের অভিজ্ঞতা কী বলছে ◈ বাংলাদেশকে হোয়াইটওয়াশ কর‌লো ওয়েস্ট ইন্ডিজ ◈ অন্তর্বর্তী সরকারের আমলেও কেন বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ হলো না?  ◈ নূর ভাই বেঁচে আছেন, সে বেঁচে থাকা মৃত‍্যুর চেয়ে একটু ভালো: অভিনেতা আফজাল হোসেন ◈ দক্ষ জনশক্তি ও টেকসই উন্নয়নে সমবায় খাত গুরুত্বপূর্ণ: প্রধান উপদেষ্টা

প্রকাশিত : ২৮ অক্টোবর, ২০২৫, ০৯:০৮ রাত
আপডেট : ৩০ অক্টোবর, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাঁশখালীতে যৌথ বা‌হিনীর অভিযানে হত্যা চেষ্টা মামলার দুই আসামী গ্রেপ্তার

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালীতে হত্যা চেষ্টা মামলার দুই পলাতক আসামীকে র‍্যাব-৭, চট্টগ্রাম ও সেনা বাহিনীর যৌথ অভিযানে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার ভোরে সরল ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

অপর দি‌কে র‌্যাব জানান প‌রিত‌্যক্ত অবস্থায় ৪টি আগ্নেয়াস্ত্র, ১০টি কার্তুজ ও বেশকিছু ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।

র‍্যাব-৭ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে হত্যা চেষ্টা মামলার পলাতক আসামী আবুল হাসান এলাকার ভেতরে গোপনে অবস্থান করছে। পরে সকাল সাড়ে ছয়টার দিকে র‍্যাব এবং সেনা বাহিনীর একটি যৌথ অভিযানিক দল সরল এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আবুল হাসান (৪৮) সরল ইউনিয়নের মৃত আমির হামজার পুত্র। পরবর্তীতে আবুল হাসানের দেওয়া তথ্যের ভিত্তিতে একই মামলার আরও এক এজাহারনামীয় পলাতক আসামী মোঃ শওকত (৩০)কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামী শওকত উত্তর সরলের আবুল হাসানের পুত্র।

একই সম‌য়ে র‌্যাব-৭, চট্টগ্রাম এবং সেনাবাহিনীর যৌথ অভিযানে চট্টগ্রাম জেলার বাঁশখালী থানা এলাকা হতে পরিত্যাক্ত অবস্থায় বিপুল পরিমান দেশীয় আগ্নেয়াস্ত্র এবং ১০ রাউন্ড কার্তুজ উদ্ধার ক‌রে  ব‌লে র‌্যা‌বের দেওয়া তথ‌্য সু‌ত্রে জানা যায় ।

এ ব‌্যাপা‌রে র‍্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন বলেন, 'হত্যা চেষ্টা মামলার মতো গুরুতর অপরাধে জড়িত পলাতক আসামিরা দীর্ঘদিন ধরে এলাকায় গা-ঢাকা দিয়ে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। র‍্যাব জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বাঁশখালী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

বাঁশখালী থানার সে‌কেন্ড অ‌ফিসার মোঃ আ‌রিফ হো‌সেন ব‌লেন ,যৌথ বা‌হিনীর অ‌ভিযা‌নে আটককৃত‌দের এবং উদ্ধারকৃত অস্ত্র জমা দি‌য়ে‌ছে ব‌লে তি‌নি জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়