ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের মহেশপুর সীমান্তে স্বর্ণ পাচারের সময় ২ যুবককে আটক করেছে বিজিবি। সে সময় তাদের কাছ থেকে আড়াই কেজিরও বেশি স্বর্ণ উদ্ধার করা হয়েছে।
শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি হাজী ডিলাক্স এক্সপ্রেস বাসে অভিযান চালায়। এসময় ঝিনাইদহের কালীগঞ্জের খোর্দ্দ রায়গ্রাম গ্রামের কার্তিক বিশ্বাসের ছেলে সৌরভ বিশ্বাসকে আটক করা হয়। পরে তাঁর স্বীকারোক্তি মোতাবেক সহযোগী রণজিৎ বিশ্বাসকেও কোটচাঁদপুর বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
এ ব্যাপারে মহেশপুর ৫৮ বিজিবির সিও রফিকুল আলম জানায়, উদ্ধার হওয়া চারটি স্বর্ণের বার, দুইটি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেলের বাজারমূল্য প্রায় ৩ কোটি ৭১ লাখ টাকা।
আটককৃত স্বর্ণেরবার সরকারি কোষাগারে জমা এবং দুই আসামিকে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে। স্বর্ণ পাচার ঠেকাতে সীমান্তে বিজিবির অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।