জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের আদিতমারী উপজেলায় মসজিদ নির্মাণ নিয়ে দ্বন্দ্বের জেরে মসজিদের গেটে তালাবদ্ধ থাকায় সড়কে পবিত্র জুমার নামাজ আদায় করেছেন একদল মুসল্লি। এ ঘটনায় এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
ঘটনাটি ঘটেছে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের উত্তর গোবধা গ্রামের শঠিবাড়ী বাজার কেন্দ্রীয় জামে মসজিদে। অর্ধশত বছর ধরে এই মসজিদে ওয়াক্তিয়া নামাজ আদায় করে আসছিলেন মুসল্লিরা। মুসল্লির সংখ্যা বাড়তে থাকায় গত এক বছর ধরে ওই মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি শুক্রবারের জুমার নামাজও আদায় করা হচ্ছিল।
এদিকে পার্শ্ববর্তী উত্তর গোবধা বাইতুন্নুর জামে মসজিদ কমিটি দাবি তোলে গ্রামে একটি মসজিদই যথেষ্ট, নতুনভাবে আরেকটি মসজিদ করা যাবে না। এই নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। একপর্যায়ে গত ১২ সেপ্টেম্বর (শুক্রবার) বাইতুন্নুর জামে মসজিদের মুসল্লিরা শঠিবাড়ী বাজার জামে মসজিদে তালা ঝুলিয়ে দেয়। এতে বাঁধা দিতে গেলে উভয়ের মধ্যে সংঘর্ষে দুই মুসল্লি আহত হন।
মসজিদে তালা ঝুলে যাওয়ায় পরদিন শুক্রবার শঠিবাড়ী বাজার জামে মসজিদের মুসল্লিরা সড়কেই জুমার নামাজ আদায় করেন। এ দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।
পরবর্তীতে স্থানীয় প্রশাসন হস্তক্ষেপ করে উভয় পক্ষের মুসল্লিদের নিয়ে আলোচনা করেন। সর্বশেষ প্রশাসনের মধ্যস্থতায় সমঝোতার ভিত্তিতে শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে দ্বন্দ্বের শান্তিপূর্ণ সমাধান হয়।
আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী আকবর জানান, “ঘটনাটি শুরু থেকেই আমরা গুরুত্ব দিয়ে দেখেছি। উভয় পক্ষকে নিয়ে বসে আলোচনা করা হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ভবিষ্যতে যেন এমন ঘটনা আর না ঘটে, সে ব্যাপারে প্রশাসনের নজরদারি থাকবে।”