রতন কুমার রায়,ডোমার(নীলফামারী)প্রতিনিধি: নীলফামারী ডোমার উপজেলার ভোগডাবুড়ি ইউনিয়নের চিলাহাটিতে ধানখেতে কীটনাশক স্প্রে করার সময় হৃদক্রিয়া বন্ধ হয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে।
শনিবার(২০ সেপ্টেম্বর) সকালে উপজেলার ভোগডাবুড়ি ইউনিয়নের খানকা শরীফ এলাকার কৃষক মো. কারিমুল ইসলাম(৫২) বাড়ীর পাশ্ববর্তী নিজ আবাদি ধানখেতে কিটনাশক স্প্রে করতে যায়। সেখানে কীটনাশক স্প্রে করার কিছুক্ষণ পরে অসুস্থ্যবোধ করলে কৃষক কারিমুল ইসলাম দ্রুত বাড়ীতে আসেন।কারিমুল ইসলাম উল্লেখিত এলাকার মৃত মোকিম উদ্দিনের ছেলে।
নিহত কারিমুল ইসলামের বড়ভাই ইসহাক আলী দুলাল জানান,কীটনাশক স্প্রে করার সময় অসুস্থ্যবোধ করলে বাড়ী চলে আসেন কারিমুল এবং পরিবারের লোকজনকে জানান তার মাথা ঘুরছে।এসময় ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার ব্যবস্থা করলেও, কিছুক্ষণ পর হৃদক্রিয়া বন্ধ হয়ে নিজ বাড়ীতেই মারা যায়।
ভোগডাবুড়ি ইউপি চেয়ারম্যান রেয়াজুল ইসলাম কালু নিহতের পরিবারের বরাত দিয়ে জানান,ব্যক্তিগত কাজে বাইরে থাকায়,মোবাইল ফোনে কারিমুল ইসলামের মৃত্যুর খবরটি শুনেন তিনি।