জামাল হোসেন খোকন,জীবননগর(চুয়াডাঙ্গা) প্রতিনিধি: চুয়াডাঙ্গা জীবননগর উপজেলার উথলী গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে শনিবার সকালে আপন দুইভাইকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। নিহত দুই ভাই উথলী মাঝের বড় মসজিদ পাড়ার মৃত খোদা বক্স ওরখে খুদে মন্ডলের দুই ছেলে মিন্টা মিয়া (৫৫) ও হামজা (৪৫)।
স্থানীয় সূত্র থেকে জানা গেছে, মিন্টা ও হামজা দুই ভাই শনিবার সকালে উথলী গ্রামের ৭২ নং ব্রীজ মাঠে কৃষি কাজ করতে যায়।
এসময় ৮/১০ জন লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে দুই ভাই কে কুপিয়ে জখম করে চলে যায়। পরবর্তীতে মাঠে কর্মরত স্থানীয় লোকজন তাদেরতে রক্তাক্ত গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রথমে হামজা ও পরে মিন্টার মৃত্যু হয়। সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. ওয়াহিদ মাহমুদ রবিন বলেন, দুজনকে কুপিয়ে ও পিটিয়েছে। হাসপাতালে আসার আগেই একজন মারা গেছেন, আর একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
জীবননগর থানা পুলিশের পরিদর্শক (ওসি) মামুন হোসেন বিশ্বাস বলেন, নিহতের ঘটনার সংবাদ শুনতে পেরে আমরা তাৎখনিক ঘটনাস্থলে পৌছে ঘটনার কারন ও হত্যা ঘটনার সাথে জরীতদের গ্রেফতারের জন্য অভিযান চালাচ্ছি। তদন্ত শেষে হত্যার বিষয়ে বিস্তারিত জানানো হবে।