শিরোনাম
◈ ডাকসু নির্বাচন: ক্যাম্পাসজুড়ে উৎসবমুখর শেষ দিনের প্রচারণা ◈ শিশুদের ডায়াবেটিস— ভবিষ্যতের জন্য বড় সতর্কবার্তা ◈ জামায়াত আমিরের সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, হলো যে আলোচনা ◈ নির্বাচন নিয়ে কিছু ব্যক্তি অযাচিতভাবে শঙ্কা সৃষ্টির চেষ্টা করছেন: মির্জা ফখরুল ◈ বাংলাদেশে চলছে পূর্ণ চন্দ্রগ্রহণ, রক্তিম রূপ ধারণ করেছে ‘চিরচেনা চাঁদ’ (ভিডিও) ◈ শেরপুরে দোজা পীরের পরিত্যক্ত  ভবন থেকে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার ◈ ইনসাফের পক্ষে থাকলেই সে এনসিপির—হাসনাত আবদুল্লাহ ◈ রাশিয়ার ক্যানসার ভ্যাকসিন ট্রায়ালে সফল ◈ আরও বাড়লো স্বর্ণের দাম ◈ নতুন কূপের সন্ধান হবিগঞ্জে, মিলবে ২৫ বিলিয়ন ঘনফুট গ্যাস

প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:২০ রাত
আপডেট : ০৮ সেপ্টেম্বর, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে রিকশা চালক হত্যায় গ্রেপ্তার ৪

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে ওমর ফারুক (৩১) নামে এক রিকশা চালককে হত্যার অভিযোগে ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় চোরাই হওয়া রিকশা ও ব্যাটারী জব্দ করা হয়। 

গ্রেপ্তার হওয়া আসামীদের রবিবার (০৭ সেপ্টেম্বর) দুপুরে ফরিদপুরের আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে শনিবার (০৬ সেপ্টেম্বর) দিনব্যাপাী অভিযান চালিয়ে ফরিদপুরের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, ফরিদপুর সদরের বৈঠাখালী এলাকার বিল্লাল শেখের ছেলে রিয়াজ শেখ (২৩), একই এলাকার হারুন দেওয়ানের ছেলে মারুফ দেওয়ান (২৭), করিমপুর এলাকার মৃত ইউসুফ আলী শেখ ছেলে ইলিয়াস শেখ (৪০) ও জেলার বোয়ালমারী উপজেলার মৃত নাজিম উদ্দীনের ছেলে লুৎফর ফকির (৩৫)।

গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) হিরামন বিশ্বাস। 

উল্লেখ্য, গত মাসের ২৮ অক্টোবর বিকেলে ফরিদপুর সদরের দক্ষিণ কোমরপুর এলাকায় একটি অজ্ঞাতনামা লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে মরদেহ উদ্ধার করে পুলিশ। অতঃপর সন্দেহভাজন আসামীদের আটক করে জিজ্ঞেসাবাদের পর মরদেহটির পরিচয় সনাক্ত করে পুলিশ। নিহতের নাম ওমর ফারুক (৩১)। পেশায় একজন রিকশাচালক। তার বাড়ি মাগুরার সদর উপজেলার জোনপুর এলাকায়। সে ওই এলাকার সৈয়দ আলী মোল্লার ছেলে। তবে, ফরিদপুর শহরের খোদাবক্স রোড এলাকায় বসবাস করতেন ওই রিকশা চালক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়