শিরোনাম
◈ বিশ্বকাপের নিয়মে একাধিক বদল আনতে চাইছে ফিফা ◈ সংসদ নির্বাচনে প্রচারণায় পোস্টার ও ড্রোন ব্যবহার নিষিদ্ধ ◈ আইপিএল ২০২৬-এর নিলাম হ‌বে আবুধা‌বি‌তে  ◈ আজ পল্টনে জামায়াত-ইসলামী আন্দোলনসহ আট দলের গণসমাবেশ ◈ রাজধানীতে মধ্যরাতে ৩ বাসে আগুন, পুড়েছে প্রাইভেটকারও ◈ পঞ্চগড়ে শুরু শীতের আমেজ, তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ◈ বাংলাদেশসহ ৩ দেশের সীমান্তে উচ্চ সতর্কতা জারি করল ভারত ◈ নতুন নির্দেশনা: সরকারি কর্মচারীদের বেতন থেকে স্বয়ংক্রিয়ভাবে কাটবে কর ◈ সৎ ও স্বপ্নবাজ মানুষরাই হবে নতুন রাজনীতির চালিকাশক্তি”— নাহিদ ইসলাম ◈ এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, ‘নিক্ষেপকারীরা’ আটক (ভিডিও)

প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:৪২ দুপুর
আপডেট : ১১ নভেম্বর, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‎লালমনিরহাটে বহুল আলোচিত একাধিক ক্লুলেস ছিনতাই মামলার আসামি রানা গ্রেপ্তার

‎জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি: ‎লালমনিরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে জেলার বহুল আলোচিত ও একাধিক ক্লুলেস ছিনতাই মামলার আসামি মাসুদ রানা (১৮) কে গ্রেপ্তার করেছে জেলা ডিবি পুলিশ। একই অভিযানে ছিনতাইকালে লুণ্ঠিত কিছু মালামালও উদ্ধার করা হয়েছে।

‎শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে জেলা পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাতে সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের কিশামত গোড়ল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আসামি মাসুদ রানাকে গ্রেপ্তার করা হয়।

‎গ্রেফতারকৃত মাসুদ রানা আদিতমারী উপজেলার কমলাবাড়ি ইউনিয়নের চরিতাবাড়ি এলাকার আব্দুল খালেকের ছেলে।

‎প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ও গোয়েন্দা এবং তথ্য-প্রযুক্তির সহায়তায় ডিবি পুলিশের একটি দল জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। এতে দীর্ঘদিন ধরে আলোচিত কয়েকটি ছিনতাই মামলার রহস্য উন্মোচন সম্ভব হয় এবং সংশ্লিষ্ট আসামিকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার হওয়া মালামাল বিজ্ঞপ্তিতে তালিকাভুক্ত করা হয়েছে।

‎পুলিশ জানায়, গ্রেপ্তার আসামি দীর্ঘদিন ধরে লালমনিরহাটসহ আশপাশের এলাকায় বিভিন্ন ছিনতাইয়ের সাথে জড়িত ছিল। তার বিরুদ্ধে পূর্বে দায়ের করা একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং মামলার অন্যান্য দিক তদন্তাধীন রয়েছে।

‎গ্রেপ্তারকৃত আসামির কাছ থেকে ছিনতাই হওয়া মোটরসাইকেল, মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।

লালমনিরহাট জেলা পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম বলেন, "আসামিকে গ্রেফতারের পর একাধিক ক্লুলেস ছিনতাই মামলার রহস্য উদ্ঘাটন করা সম্ভব হয়েছে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান চলমান থাকবে।" সেই সাথে জনগণকে সন্দেহজনক কোনো তথ্য পেলে ডিবি পুলিশকে অবহিত করার অনুরোধ জানিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়