শিরোনাম
◈ সংসদ নির্বাচনে প্রচারণায় পোস্টার ও ড্রোন ব্যবহার নিষিদ্ধ ◈ আইপিএল ২০২৬-এর নিলাম হ‌বে আবুধা‌বি‌তে  ◈ আজ পল্টনে জামায়াত-ইসলামী আন্দোলনসহ আট দলের গণসমাবেশ ◈ রাজধানীতে মধ্যরাতে ৩ বাসে আগুন, পুড়েছে প্রাইভেটকারও ◈ পঞ্চগড়ে শুরু শীতের আমেজ, তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ◈ বাংলাদেশসহ ৩ দেশের সীমান্তে উচ্চ সতর্কতা জারি করল ভারত ◈ নতুন নির্দেশনা: সরকারি কর্মচারীদের বেতন থেকে স্বয়ংক্রিয়ভাবে কাটবে কর ◈ সৎ ও স্বপ্নবাজ মানুষরাই হবে নতুন রাজনীতির চালিকাশক্তি”— নাহিদ ইসলাম ◈ এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, ‘নিক্ষেপকারীরা’ আটক (ভিডিও) ◈ মহাসড়কে আগুন জ্বালাতে গিয়ে ছাত্রদল নেতা দগ্ধ

প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:০৩ বিকাল
আপডেট : ২৩ অক্টোবর, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পটুয়াখালী লোহালিয়া নদী থেকে দুই যুবকের লাশ উদ্ধার

নিনা আফরিন, পটুয়াখালী: পটুয়াখালীর লোহালিয়া নদী থেকে পরপর দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন রেজাউল (২৮) ও তুহিন (২৫)।

বুধবার সকাল ১০টার দিকে সদর উপজেলার ভূরিয়া ইউনিয়নের নুরু বয়াতির ছেলে ও অটোরিকশাচালক রেজাউলের লাশ ধলু হাওলাদার বাড়ি সংলগ্ন নদী থেকে উদ্ধার করা হয়। এর আগে রাতেই পৌর শহরের ১ নম্বর ওয়ার্ডের কালাম হাওলাদারের ছেলে তুহিনের লাশ লোহালিয়া সেতুর নিচ থেকে উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার রাতে ডিবি পুলিশের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দিলে তুহিন নিখোঁজ হন। অন্যদিকে একইদিন সকালে রেজাউল অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। পরে রাতেই লোহালিয়া এলাকার কাশিপুর রোড থেকে তার অটোরিকশা উদ্ধার করে পুলিশ।

পরপর দুই যুবকের লাশ উদ্ধারের ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর রহস্য উদঘাটনে তদন্ত চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়