শিরোনাম
◈ বাংলাদেশের মাটি ব্যবহার করে ভারতবিরোধী কর্মকাণ্ড হবে না: দিল্লিতে ঢাকার রাষ্ট্রদূত ◈ আবারও ভাঙলো জাতীয় পার্টি ◈ লাখ ফুটবলারের পক্ষে ফিফার বিরুদ্ধে মামলা কর‌তে যা‌চ্ছে 'জা‌স্টিস ফর প্লেয়ার্স' ◈ নামজারি প্রক্রিয়ায় দেরি সহ্য নয়, সময় বেধে দিয়ে ভূমি মন্ত্রণালয়ের কড়া বার্তা ◈ ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠের সময় ড. ইউনূসের পাশে থাকা কে এই তরুণী! ◈ প্রধান উপদেষ্টার ঘোষণায় নির্বাচন নিয়ে দোদুল্যমানতা কেটে গেছে : সালাহউদ্দিন আহমদ ◈ জুলাই হত্যাকাণ্ডের কুশীলবদের অনেকে এখনো ধরাছোঁয়ার বাইরে ◈ সাংবাদিকদের দলীয় কর্মী নয়, মানুষের কণ্ঠস্বর হতে হবে : আমীর খসরু মাহমুদ  ◈ নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই ফরিদপুরে মধুমতী তীর রক্ষা বাঁধে ধস ◈ জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে: কাপাসিয়ায় আনন্দ মিছিলেই যুবদল নেতার মৃত্যু

প্রকাশিত : ০৫ আগস্ট, ২০২৫, ১০:২৭ রাত
আপডেট : ০৬ আগস্ট, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে গলিয়ারা ইউনিয়ন ছাত্রদলের ছাত্র সমাবেশ

সোহাইবুল ইসলাম সোহাগ, কুমিল্লা: ৩৬ জুলাই জাতীয় মুক্তি দিবস ও ২৪ এর গণঅভ্যূত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে কুমিল্লা সদর দক্ষিণের বৃহত্তর গলিয়ারা ইউনিয়ন ছাত্রদলের আয়োজনে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

৫ আগস্ট ২০২৫ (মঙ্গলবার) সন্ধ্যা ৭টায় গলিয়ারার কালির বাজার হাই স্কুল অডিটরিয়ামে এ সমাবেশ সম্পন্ন হয়।

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা ছাত্রদলের সমন্বয়কারী আলমগীর হোসেন সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রবীণ নেতা সদর দক্ষিণ উপজেলা বিএনপির সদস্য আবদুল্লাহ আল মুহিত শাহজাহান মজুমদার।

সমাবেশে বক্তারা বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের বিপ্লবের নায়কদের ঋণ শোধ হবার নয়। গুম, খুন, ক্রস ফায়ারের মাধ্যমে বিএনপির নেতাকর্মীদের  রাস্তায় দাঁড়াতে দেয়নি বিগত ফ্যাসিস্ট সরকার। ছাত্ররা কোটা আন্দোলন দিয়ে শুরু করেছিলো আর শেষ হয়েছিলো ছাত্র-জনতার বিপ্লব এর মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের পতনের মধ্য দিয়ে।

তারা আরও বলেন, বিচার একটি চলমান প্রক্রিয়া। রাজনৈতিক সরকার ছাড়া কেউ দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারে না।আমাদের সকলের ঐক্য ধরে রাখতে হবে। বিচার হীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। সাদাকে সাদা অন্যায়কে অন্যায় বলতে হবে। নিরপেক্ষ নির্বাচনে জনগনের অংশ গ্রহণ নিশ্চিত করতে সকলের সচেষ্ট থাকার আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর দক্ষিণ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আবদুল হাই সুরুজ, গলিয়ারা ইউনিয়ন বিএনপির সভাপতি দৌলত আহমেদ মজুমদার, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সদস্য ও গলিয়ারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামরুল হাসান মজুমদার, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আবুল বাশার শিপন প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়