ইফতেখার আলম বিশাল, রাজশাহী প্রতিনিধি: রাজশাহী মহানগরের দামকুড়া থানায় দায়ের হওয়া একটি চাঞ্চল্যকর অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামি শাহীনকে গ্রেফতার করেছে র্যাব-৫। দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে মঙ্গলবার (৫ আগস্ট ২০২৫) রাত ১২টা ১০ মিনিটে রাজশাহীর চারঘাট উপজেলার পাইটখালী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। র্যাব-৫ এর পাঠানো একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, ভিকটিম একজন বিবাহিত নারী, যিনি স্বামীর সঙ্গে পারিবারিক বিরোধের কারণে বাবার বাড়িতে অবস্থান করছিলেন। এই সুযোগে আসামী শাহীন তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। ২০২৫ সালের ২৪ ফেব্রুয়ারি বিকেল ৩টার দিকে দামকুড়া থানার বিন্দারামপুর গ্রামের বটতলা মোড় থেকে ভিকটিমকে কৌশলে অপহরণ করে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আমনুরা এলাকায় একটি অজ্ঞাত ভাড়া বাসায় নিয়ে যায়।
সেখানে ২৪ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত একাধিকবার ভিকটিমকে জোরপূর্বক ধর্ষণ করা হয়। পরে শাহীন ভিকটিমকে ফেলে রেখে পালিয়ে যায়। ঘটনার পর ভিকটিমের মা লাভলী বেগম বাদী হয়ে দামকুড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন (মামলা নম্বর-০৩, তারিখ: ১৬/০৩/২৫)।
মামলার পর থেকে শাহীন পলাতক ছিল। র্যাব জানায়, মামলাটি বিশেষ গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করা হচ্ছিল এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত শাহীন ঘটনার সত্যতা স্বীকার করেছে।