শিরোনাম
◈ মার্কিন শুল্কে তৈরি পোশাক খাতের উদ্বেগ অস্বস্তি কি কেটে গেছে? ◈ স্বাধীনতা অর্জন পর্যন্ত সশস্ত্র প্রতিরোধ চলবে: হামাসের ঘোষণা ◈ এনসিপি নেতাদের ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ নিয়ে ভিডিও বার্তা ◈ নাশকতার আশঙ্কায় আগস্টজুড়ে চলবে চিরুনি অভিযান: ডিএমপি ◈ সংসদের উচ্চকক্ষে সংখ্যানুপাতিক নির্বাচন ◈ নিবন্ধনপ্রত্যাশী এনসিপিসহ ১৪৪ দলের তথ্য জমার সময়সীমা শেষ আজ ◈ ঘরে ঘরে হঠাৎ বেড়েছে জ্বর, সর্দি, কাশি ও গলাব্যথা, চিকিৎসকরা বলছেন একসঙ্গে তিন ভাইরাস ছড়াচ্ছে ◈ জুলাই সনদ নিয়ে ভুয়া‌ চিঠি, পুলিশ সদর দপ্তরের হুঁশিয়ারি ◈ শেখ হাসিনার বিচারের আগে নির্বাচন হবে না: উপদেষ্টা ফরিদা আখতার (ভিডিও) ◈ বেনাপোল বন্দর এলাকায় দুর্ধর্ষ চুরির ৪৮ ঘন্টার মধ্যে চোর গ্রেফতার

প্রকাশিত : ০২ আগস্ট, ২০২৫, ০৮:৪৯ রাত
আপডেট : ০৩ আগস্ট, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গৌরনদীতে মহাসড়কে বৈদ্যুতিক খুঁটি: চলাচলে মারাত্মক ঝুঁকি, বড় দুর্ঘটনার শঙ্কা

শামীম মীর, গৌরনদী প্রতিনিধি: বরিশালের গৌরনদী উপজেলার প্রধান মহাসড়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে বৈদ্যুতিক খুঁটি এখন যেন ঝুঁকির প্রতীক হয়ে দাঁড়িয়েছে। সড়কের মাঝখানে দাঁড়িয়ে থাকা এসব খুঁটির কারণে যানবাহনের গতি কমে যাচ্ছে, বাড়ছে যানজট, আর যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।

শনিবার (২ আগস্ট) সরেজমিনে দেখা যায়, ঢাকা-বরিশাল মহাসড়ক থেকে শুরু করে জনবহুল পকেট সড়কগুলোতেও বৈদ্যুতিক খুঁটিগুলো রাস্তায় অবস্থান করছে। এমন দৃশ্য দেখা গেছে গৌরনদী জিরো পয়েন্ট এলাকার অটোস্ট্যান্ডসংলগ্ন সড়কেও।

স্থানীয় ব্যবসায়ী ও সাংবাদিক বিএম বেলাল হোসেন বলেন, “এই খুঁটিগুলোর কারণে থ্রি-হুইলার, রিকশা এবং পথচারীরা চরম ঝুঁকির মুখে পড়ছেন।”

গৌরনদী কলেজের শিক্ষার্থী সাদিয়া বলেন, “বন্দর রোডে সিসিডি’র সামনে কিছু খুঁটি ফুটপাত দখল করে রেখেছে। এতে মানুষকে বাধ্য হয়ে রাস্তায় হাঁটতে হয়, যা অত্যন্ত বিপজ্জনক।”

স্থানীয়রা জানান, গৌরনদী বাসস্ট্যান্ড থেকে পূর্বদিকে যে সড়কটি উপজেলা প্রশাসন, মডেল থানা, গার্লস স্কুল অ্যান্ড কলেজসহ একাধিক সরকারি ও শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে সংযুক্ত, সেখানে অন্তত ১০টি বৈদ্যুতিক খুঁটি এখনো সড়কের মধ্যে অবস্থান করছে। ফলে প্রতিদিনই যানজট ও দুর্ঘটনার ঘটনা ঘটছে।

স্থানীয় শিক্ষক মো. আতিক বলেন, “বিদ্যালয়ে যেতে শিক্ষার্থীদের প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে চলতে হয়। বিষয়টি খুবই উদ্বেগজনক। দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।”

সচেতন নাগরিকরা বলছেন, সড়ক সম্প্রসারণ প্রকল্পের পরও খুঁটিগুলো না সরানোয় পুরো উন্নয়ন কার্যক্রম প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে এমন পরিস্থিতি চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি।

এ বিষয়ে গৌরনদী পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মো. শাহিন ফকির বলেন, “এলজিইডি বা সড়ক বিভাগ যদি আনুষ্ঠানিকভাবে আমাদের চিঠি দেয়, তাহলে আমরা খুঁটিগুলো সরিয়ে নেব।”

স্থানীয়দের দাবি, এই অব্যবস্থাপনা শুধু জনদুর্ভোগ নয়, বরং বড় ধরনের প্রাণহানির ঝুঁকি তৈরি করছে। দ্রুত এসব খুঁটি অপসারণ এবং বিকল্প পরিকল্পনার বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়