শিরোনাম
◈ খুলনায় রূপসা সেতুর নিচ থেকে সাংবাদিকের লাশ উদ্ধার ◈ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী আজ ◈ বাকৃবি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা, সোমবার সকাল ৯ টার মধ্যে ছাড়তে হবে হল ◈ প্রেসক্রিপশনের ছবি তোলা নিয়ে কথা বলায় জামায়াত নেতার উপর ক্ষেপলেন চিকিৎসক (ভিডিও) ◈ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগে নতুন বিধিমালা: নারী কোটা বাতিল ◈ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক: গণপরিষদ নির্বাচনের দাবি, জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধের পক্ষে এনসিপি ◈ নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে, বিএনপিকে আশ্বাস প্রধান উপদেষ্টার ◈ ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন, স্পষ্ট বার্তা দিলেন প্রধান উপদেষ্টা ◈ দেশের পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে, অবাধ নির্বাচনের মাধ্যমেই সমাধান সম্ভব: তারেক রহমান ◈ মালয়েশিয়ায় জাল ই-ভিসা সিন্ডিকেটে জড়িত অভিযোগে বাংলাদেশি নারী আটক

প্রকাশিত : ০১ আগস্ট, ২০২৫, ১১:৩৬ রাত
আপডেট : ২৮ আগস্ট, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রায়পুরায় পুলিশের অভিযানে একনলা বন্দুক, গুলি ও ককটেলসহ বিপুল অস্ত্র উদ্ধার

সানজিদা রুমা, নরসিংদী: নরসিংদীর রায়পুরা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে একনলা বন্দুক, গুলি ও অবিস্ফোরিত ককটেল।

শুক্রবার (১ আগস্ট) বিকেলে রায়পুরা থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইমস) সুজন চন্দ্র সরকার।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রায়পুরা থানা পুলিশ জানতে পারে যে, উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের নজরপুর এলাকায় একদল সন্ত্রাসী গুলাগুলি ও ককটেল বিস্ফোরণের মাধ্যমে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে।

তাৎক্ষণিকভাবে সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) বায়েজিদ বিন মনসুরের নেতৃত্বে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আদিল মাহমুদ, তদন্ত পরিদর্শক প্রবীর কুমার ঘোষ এবং সঙ্গীয় ফোর্সসহ ওই এলাকায় অভিযান চালানো হয়।

অভিযানকালে একটি বসতবাড়ির পেছনের একটি ছোট পাকা ঘর থেকে উদ্ধার করা হয়:

  • ৫টি একনলা বন্দুক
  • ১০টি বুলেটযুক্ত সীসা কার্তুজ
  • ৩ রাউন্ড পিস্তলের গুলি
  • ১টি পিস্তলের ম্যাগাজিন
  • ১৮টি অবিস্ফোরিত ককটেল

অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার জানান, “অভিযান চলাকালে সন্ত্রাসীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। তবে তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”

তিনি আরও জানান, “গত সপ্তাহেও রায়পুরায় পৃথক অভিযানে ৭টি আগ্নেয়াস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী সোহেল এবং দুই নারীকে গ্রেপ্তার করা হয়েছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান চলমান থাকবে।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়