শিরোনাম
◈ মার্কিন শুল্কে তৈরি পোশাক খাতের উদ্বেগ অস্বস্তি কি কেটে গেছে? ◈ স্বাধীনতা অর্জন পর্যন্ত সশস্ত্র প্রতিরোধ চলবে: হামাসের ঘোষণা ◈ এনসিপি নেতাদের ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ নিয়ে ভিডিও বার্তা ◈ নাশকতার আশঙ্কায় আগস্টজুড়ে চলবে চিরুনি অভিযান: ডিএমপি ◈ সংসদের উচ্চকক্ষে সংখ্যানুপাতিক নির্বাচন ◈ নিবন্ধনপ্রত্যাশী এনসিপিসহ ১৪৪ দলের তথ্য জমার সময়সীমা শেষ আজ ◈ ঘরে ঘরে হঠাৎ বেড়েছে জ্বর, সর্দি, কাশি ও গলাব্যথা, চিকিৎসকরা বলছেন একসঙ্গে তিন ভাইরাস ছড়াচ্ছে ◈ জুলাই সনদ নিয়ে ভুয়া‌ চিঠি, পুলিশ সদর দপ্তরের হুঁশিয়ারি ◈ শেখ হাসিনার বিচারের আগে নির্বাচন হবে না: উপদেষ্টা ফরিদা আখতার (ভিডিও) ◈ বেনাপোল বন্দর এলাকায় দুর্ধর্ষ চুরির ৪৮ ঘন্টার মধ্যে চোর গ্রেফতার

প্রকাশিত : ৩০ জুলাই, ২০২৫, ০৮:১১ রাত
আপডেট : ০১ আগস্ট, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমান্তে প্রায় ৫৬ লক্ষ টাকার চোরাচালান পন্য উদ্ধার, আটক ২

হাসমত আলী, দামুড়হুদা(  চুয়াডাঙ্গা) প্রতিনিধি: চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) দামুড়হুদা, দর্শনা থানার ও মেহেরপুর আংশিক সীমান্ত এলাকায় অভিযান চালিয় ভারতীয় দানাদার রুপা, বিদেশি মদ, গাঁজা,সন্সিডিল,হেরোইন,ভায়াগ্রা ট্যাবলেট,চায়না দুয়ারীজালসহ বিভিন মালামাল মিলিয়ে ৫৫ লাখ ২৪ হাজার ৩৫৪ টাকার চারাচালানপণ্য জব্দ করেছে। 

২৩ জুলায় থেকে ৩০ জুলাই এরমধ্য এসব মালামাল জব্দ করা হয়।এসময় দুইজন চারাকারবারীকে আটক করা হয়। 

চুয়াডাঙ্গা-৬ বিজিবির সহকারি পরিচালক হায়দার আলী, আজ বুধবার (৩০জুলাই) দুপুর তিন টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, ২৩ জুলাই থেকে আজ ৩০ জুলাই পর্যন্ত সপ্তাহব্যাপী চলমান মাদক ও চারাচালানবিরাধী অভিযান চালিয়ে ১০.কেজি ৮৩৪গ্রাম ভারতীয় দানাদার রুপা,১৪৪ বোতল বিদেশি মদ, ১৪ কেজি গাঁজা, ৩৮ বোতল ফেন্সিডিল ২০ গ্রাম হেরোইন, ৪৪ পিস ভায়াগ্রা ট্যাবলেট, ১০০ পিস চায়না দুয়ারী জাল, ২৯ পিস শাড়ি, ১৩ পিস থ্রিপিস, ২০ কেজি পেয়াজের বীজ, ২০০ পিস পাতার বিড়ি, ১২৭ পিস কসমেটিকস সামগ্রী,২টি মাবাইলফান এবং আরও অন্যান্য চারাচালানপণ্য জব্দ করা হয়। এসময় দুইজন চারাকারবারীকে আটক করা হয়। 

চুয়াডাঙ্গার দামুড়হুদা,দর্শনা থানা এলাকা ও মেহেরপুর আংশিক সীমান্ত এলাকা থেকে এসব মালামাল জব্দ করা হয়। এসব মালামালের আনুমানিক মুল্য ৫৫ লাখ ২৪ হাজার ৩৫৪ টাকা। অভিযান অব্যাহত থাকবে বলে ও তিনি জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়