শিরোনাম
◈ ৭ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সুখবর ◈ সম্পূর্ণ স্বাধীনভাবে নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছি: সিইসি ◈ স্কুল-কলেজ পরিচালনা ও ব্যবস্থাপনা নিয়ে নতুন বিধি ◈ ইংল‌্যা‌ন্ডের হা‌ন্ড্রেড ব‌লের খেলায় টানা তৃতীয়বার শিরোপা জিতলো ওভাল ইনভিনসিবলস ◈ আসন্ন নির্বাচন ফ্রি অ্যান্ড ফেয়ার করতে যুক্তরাষ্ট্র সমর্থন দেবে: ট্রেসি অ্যান জেকবসন ◈ ভারতীয় উদ্যোক্তারা মহাদুশ্চিন্তায়, ‘কীভাবে শ্রমিকদের বেতন দেব?’ ◈ নির্বাচনে সেনা, নৌ ও বিমান বাহিনী মোতায়েন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ জরুরি অবস্থা বা তত্ত্বাবধায়ক সরকারের সম্ভাবনার বিষয়ে অবগত নই: আইন উপদেষ্টা ◈ হাইকোর্টের আদেশ চেম্বার আদালতে স্থগিত, ডাকসু নির্বাচনে ‘বাধা নেই’ ◈ পুতুলের সাড়ে ৪০০ কোটি টাকা আত্মসাতের প্রমাণ মিলেছে

প্রকাশিত : ১৫ জুলাই, ২০২৫, ১২:১৫ রাত
আপডেট : ২৬ আগস্ট, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যশোরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন

আইরিন হক, বেনাপোল(যশোর): যশোরের বকুলতলায় ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এ স্থানে এর আগে শেখ মুজিবর রহমানে ম্যুরাল স্থাপন করা ছিল। ০৫ আগস্টের পর ৩ দফায় এটা ভাঙা হয়।

সোমবার (১৪ জুলাই)  যশোরের জেলা প্রশাসক মোঃ আজাহারুল ইসলাম এই ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। জেলা প্রশাসক মোঃ আজাহারুল ইসলাম বলেন, সারাদেশের মতো যশোরেও জুলাই যোদ্ধাদের প্রতি সম্মান ও শ্রদ্ধা জানিয়ে এ স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হচ্ছে। 

তিনি বলেন, ১৯৭১-এ বহু রক্তের বিনিময়ে বহিরাগত শক্তির বিরুদ্ধে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম। আর ২০২৪-এর দেশের ভেতরকার ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে রক্ত দিয়ে লড়াই করে নতুন ইতিহাস রচিত হয়েছে। 

তিনি বলেন, আমাদের সেই সাহস, ত্যাগ আর প্রত্যয়ের স্মারক এই স্মৃতিস্তম্ভ ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। 

জেলা প্রশাসনের তথ্য মতে, জুলাই স্মৃতিস্তম্ভ নির্মাণে যৌথভাবে কাজ করছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় ও গৃহায়ন ও গণপূর্ত বিভাগ। এর জন্য বরাদ্দ ১৪ লাখ টাকা। স্মৃতিস্তম্ভটির উচ্চতা হবে ১৮ ফুট ও প্রস্থ হবে ৬ ফুট। এর বিভিন্ন অংশ খোদাই করা হবে ২০২৪ সালের ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজপথে উচ্চারিত উদ্দীপনামূলক শ্লোগানসমূহ। আগামী ৫ আগস্ট এই স্মৃতিস্তম্ভের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।

ভিত্তিপ্রস্তর স্থাপনকালে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাসার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, জামায়াতে ইসলামীর জেলা সেক্রেটারি মাওলানা আবু জাফর সিদ্দিকী, জাতীয় নাগরিক পার্টির নেতা নূরুজ্জামান, জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদ আব্দুল্লাহ’র পিতা আব্দুল জব্বার, জুলাই যোদ্ধা মাসুম বিল্লাহ, যশোর পৌরসভার প্রশাসক রফিকুল হাসান যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন প্রমুখ।

উল্লেখ্য, উল্লেখ্য এ স্থানে এর আগে শেখ মুজিবর রহমানে ম্যুরাল স্থাপন করা হয়েছিল। জুলাই গণঅভ্যুত্থানের পর গত ৫ আগস্ট বিক্ষুব্ধ ছাত্র-জনতা ম্যুরালটি গুড়িয়ে দেয়। সেই স্থানেই জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়