শিরোনাম
◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে বিভক্তি প্রকট ◈ দুই দানব ব্ল্যাক হোলের খোঁজ পেল বিজ্ঞানীরা, কী ঘটছে মহাবিশ্বে? (ভিডিও) ◈ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ২য় উচ্চতর গ্রেডে আইনি ছাড় ◈ বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া ◈ শান্তির হ্যাটট্রিক, ভুটানকে সহ‌জেই হারা‌লো বাংলাদেশের মে‌য়েরা ◈ মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ ◈ ১৬ই জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা ◈ রহস্যময় নাকামোতো এখন বিশ্বের ১২তম ধনী, বিটকয়েন সম্পদ ১২৮ বিলিয়ন ডলার ◈ শাহবাগ মোড় অবরোধ করলো স্বেচ্ছাসেবক দল ◈ বিএসবির খায়রুল বাশারকে আদালত প্রাঙ্গণে ডিম নিক্ষেপ, কিল-ঘুষি

প্রকাশিত : ১৪ জুলাই, ২০২৫, ০২:৪১ রাত
আপডেট : ১৫ জুলাই, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খুলনায় খাদ্য পরিদর্শককে ‘পুলিশ’ পরিচয়ে অপহরণ, পথচারীর ভিডিও ভাইরাল

খুলনা নগরের ৪ নম্বর ঘাট এলাকা থেকে সুশান্ত কুমার মজুমদার নামের এক খাদ্য পরিদর্শককে অপহরণ করার অভিযোগ পাওয়া গেছে। রোববার সন্ধ্যা সাতটার দিকে ‘পুলিশ’ পরিচয়ে তাঁকে একটি ট্রলারে করে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। এ সময় পথচারীরা মুঠোফোনে ঘটনার একটি ভিডিও ধারণ করেন।

ওই ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি ট্রলারে একজনকে জোর করে তুলছেন। ধস্তাধস্তির এক পর্যায়ে এক ব্যক্তির গোঙানির শব্দ ও আর্তচিৎকার শোনা যাচ্ছে। এরপর দ্রুতগতিতে ট্রলারটি সরে পড়ে।

খাদ্য পরিদর্শকের স্ত্রী মাধবী রানী মজুমদার খুলনা সদর থানায় এ বিষয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি অভিযোগে উল্লেখ করেন, পুলিশের লোক পরিচয় দিয়ে মো. রেজা ও বাবু মণ্ডল নামের দুই ব্যক্তি এবং আরও তিনজন মিলে তাঁর স্বামীকে হাতকড়া পরিয়ে জোরপূর্বক তুলে নিয়ে যান। ট্রলারে ওঠানোর পর মারতে মারতে তাঁরা ট্রলার জেলখানা ঘাটের দিকে নিয়ে যান।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হোসাইন মাসুম রাত পৌনে ১২টার দিকে প্রথম আলোকে বলেন, অপহরণের অভিযোগ পাওয়ার পর অভিযান শুরু হয়েছে। ভুক্তভোগীকে উদ্ধারের চেষ্টা চলছে।

সুশান্ত কুমার মজুমদার ৪ নম্বর ঘাটের খাদ্য পরিদর্শক ও ইনচার্জ হিসেবে কর্মরত। অপহরণের পর তাঁর ব্যবহৃত দুটি মোবাইল নম্বর বন্ধ পাওয়া যাচ্ছে বলে স্ত্রী জানিয়েছেন। অভিযোগে আরও বলা হয়েছে, আগে বাবু মণ্ডল তাঁর স্বামীর কাছে একাধিকবার টাকা দাবি করেন। তবে সুশান্ত কুমার তা দিতে অস্বীকৃতি জানান। উৎস: প্রথম আলো ও কালবেলা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়