শিরোনাম
◈ আটকের গুজব উড়িয়ে দিলেন সাবেক মন্ত্রী এমএ মান্নান, বললেন ‘ভালো আছি, বাসায় আছি’ ◈ মিটফোর্ডে নৃশংস হত্যাকাণ্ড: ‘আমি ঘটনাস্থলে উপস্থিত ছিলাম না, আমি ফাঁইসা গেছি’, গ্রেপ্তার রবিনের দাবি ◈ মার্কিন যুক্তরাষ্ট্রের ৪০% মূল্য সংযোজন চাহিদা বাংলাদেশী ব্যবসায়ীদের জন্য চ্যালেঞ্জ : বিজিএমইএ সভাপতি ◈ সাকিবের জন্য জাতীয় দলের দরজা সবসময় খোলা, বললেন বিসিবির মিডিয়া বিভাগের প্রধান ◈ অন্যায়কারী যেই হোক, প্রশ্রয় নয়: মিটফোর্ড হত্যাকাণ্ডে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তারেক রহমানের ◈ ডেঙ্গু ঝুঁকিতে কুমিল্লার ছিন্নমূল মানুষেরা, দেখার কেউ নেই ◈ জনবল ও অর্থ সংকটে ধুঁকছে কুমিল্লার ময়নামতি রেশমকেন্দ্র ◈ নির্বাচনের আগে যে কোনো মূল্যে পরিস্থিতি স্বাভাবিক করা হবে: উপ-প্রেস সচিব ◈ রাষ্ট্র সংস্কারে ঐকমত্য কতদূর? নানা প্রশ্ন ◈ ২ নেতাকে বহিষ্কার করেছে যুবদল, পুলিশ বলছে ‘আসামিদের পরিচয় মেলেনি’: সোহাগ হত্যাকাণ্ড

প্রকাশিত : ১২ জুলাই, ২০২৫, ০৮:৫২ রাত
আপডেট : ১৩ জুলাই, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুর্ঘটনা এড়াতে বাঁশ দিয়ে সতর্কবার্তা: ঢাকা-বরিশাল মহাসড়কে খানাখন্দে ঝুঁকিপূর্ণ যান চলাচল

শামীম মীর গৌরনদী প্রতিনিধি: ঢাকা-বরিশাল মহাসড়কে কয়েক দিনের হালকা ও ভারী বৃষ্টির কারণে সড়কের বিভিন্ন স্থানে তৈরি হয়েছে অসংখ্য খানাখন্দ। দুর্ঘটনার আশঙ্কায় স্থানীয়রা নিজ উদ্যোগে বাঁশ পুঁতে বিপদসংকেত দেখিয়ে দিচ্ছেন।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, বরিশাল জেলার গৌরনদী উপজেলার ভূরঘাটা লোকাল বাসস্ট্যান্ড থেকে শুরু করে বরিশাল নতুল্লাবাদ বাসস্ট্যান্ড পর্যন্ত প্রায় ৪৫ কিলোমিটার মহাসড়কজুড়ে রয়েছে ছোট-বড় অসংখ্য গর্ত। রাস্তার উপরিভাগ ফেটে গিয়ে এমনভাবে উঁচু হয়ে উঠেছে যে দেখে মনে হয় টিউমারের মতো ফুলে আছে। এসব জায়গা দিয়ে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

স্থানীয় বাসিন্দা ও চালকদের ভাষ্যমতে, ভূরঘাটা থেকে শুরু করে উত্তরে ইল্লা, বার্থী, টরকী, গৌরনদী, বাটাজোরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশে খানাখন্দ সৃষ্টি হয়েছে।

১১ জুলাই শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে টরকী বাসস্ট্যান্ড এলাকায় দেখা যায়, একটি বড় গর্তের পাশে বাঁশ পুঁতে রাখা হয়েছে।

পিকআপ চালক সুজন ফকির জানান, বাঁশ দিয়ে চিহ্নিত করা হয়েছে যেন কেউ ভুল করে গর্তে চাকা না নামিয়ে দেয়। এটা না থাকলে রাত-বিরাতে সহজেই বড় দুর্ঘটনা ঘটতে পারত।

এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগের (সওজ) সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো কর্মকর্তা ফোন ধরেননি, ফলে তাদের বক্তব্য জানা সম্ভব হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়