মো. আদনান হোসেন, ধামরাই (ঢাকা): ঢাকার ধামরাইয়ে ৫২ পিস ইয়াবাসহ মো. সোবাহান মিয়া (২৪) ও মো. জাকারিয়া (২৬) নামে দুই মাদক কারবারীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১ জুলাই) দুপুর ২টার দিকে ধামরাই পৌর শহরের আমিন মডেল টাউন-২ এলাকা থেকে তাদের আটক করা হয়। ধামরাই থানার উপপরিদর্শক (এএসআই) মো. মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
আটক মো. সোবাহান মিয়া শেরপুর জেলার তারাকান্দি গ্রামের মিন্টু মিয়ার ছেলে এবং জাকারিয়া ঢাকা জেলার সাভার থানার পোড়াবাড়ী এলাকার রেজাউল করিমের ছেলে।
স্থানীয়রা জানান, ইয়াবা বিক্রির সময় এলাকাবাসী দুইজনকে আটক করে পুলিশে খবর দেয়। পরে ধামরাই থানা পুলিশ এসে তাদের গ্রেফতার করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে এসআই মো. মাসুদুর রহমান বলেন, “এলাকাবাসীর সহযোগিতায় অভিযান চালিয়ে দুই মাদক কারবারীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”