শিরোনাম
◈ আইন সংশোধন, নতুন ভোটার অন্তর্ভুক্তি ও প্রশিক্ষণে আটকে নির্বাচন পরিকল্পনা ◈ খামেনির বিরুদ্ধে ইসরায়েলের হত্যাযজ্ঞ পরিকল্পনা বন্ধ করলেন ট্রাম্প? ◈ ডিজিটাল বাংলাদেশে নতুন মাইলফলক: সার্টিফিকেট সত্যায়ন এখন অনলাইনেই (ভিডিও) ◈ রাতের আকাশে আগুন! ইরানের ক্ষেপণাস্ত্রে কাঁপছে ইসরায়েল ◈ ইসরায়েলে আঘাত করা ইরানি ক্ষেপণাস্ত্র নিয়ে যা জানা গেল ◈ অধ্যাপক ইউনূসের যুক্তরাজ্যে 'সরকারি সফর' থেকে কী অর্জন হলো ◈ ইরানে বিদ্রোহের ইঙ্গিত সাবেক যুবরাজ রেজা পাহলভির: ইসরায়েল-যুদ্ধ পরবর্তী ‘রেজিম চেঞ্জ’ পরিকল্পনার আভাস ◈ ভুটানসহ আরও ৩৬ দেশের ওপর যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা আসতে পারে, বাকি দেশ গুলোর নাম হলো ◈ ইরানে ইসরায়েলের হামলার আসল কারণ যা জানাগেল! ◈ ইরান প্রবাসী বাংলাদেশিদের জন্য হটলাইন চালু

প্রকাশিত : ০৮ জুন, ২০২৫, ১২:২০ দুপুর
আপডেট : ১৩ জুন, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেনাপোলে বোমা হামলায় বিএনপি কর্মী হত্যা, আহত ৩

আইরিন হক, বেনাপোল(যশোর): : যশোরের বেনাপোলে ঈদের নামাজ আদায়কে  কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘষে জেরে বোমা হামলায়  আব্দুল হাই নামের এক ওয়ার্ড বিএনপি সদস্য হত্যার শিকার হয়েছেন। এসময় আহত হয়েছেন আব্দুল হাইয়ের তিন সহকর্মী। 

আহতরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শনিবার রাত ৯ টার দিকে শার্শার বাহাদুরপুর ইউনিয়নের ডুপপাড়া  বাজারে এই ককটেল হামলার ঘটনা ঘটে। এদিকে এঘটনার পর থেকে এলাকায় টান টান উত্তজনা বিরাজ করছে। তবে পুলিশ বলছে,অপ্রিতিকর ঘটনা এড়াতে ঐ এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে ও হত্যা মামলার প্রক্রিয়া চলছে। 

ডুবপাড়া ওয়ার্ড বিএনপি সভাপতি আসাদুজ্জামান জানান, বেনাপোলের ডুবপাড়া ঈদগা ময়দানে ঈদের নামাজ পড়তে আসে পলাতক থাকা আ,লীগের কয়েক জন নেতা,কর্মী। এনিয়ে বিএনপি কর্মী সাঈদের সাথে  কথাকাটাকাটি ও হাতাহাতি হয় ওয়ার্ড বিএনপির সভাপতি আসাদুজ্জামান  ও সদস্য আব্দুল হাইয়ের সাথে।

বিষয়টি নিয়ে ঈদের পরে শালিশ বসার কথা ছিল। তবে তার আগেই  এদিন বাজার থেকে ভ্যান যোগে  আব্দুল হাইসহ ৪ জন বাড়ি ফেরার পথে ডুবপাড়া বাজারে পৌছালে মটরসাইকেল যোগে সাইদসহ ৬ থেকে ৭ জনের একটি সন্ত্রাসী গ্রুপ তাদের লক্ষ্য করে পর পর ৬ টি বোমা হামলা চালায়। এসময় ককটেলের আঘাতে আব্দুল হাইসহ ৪ জন জখম হয়। হাসপাতালে নেওয়ার পথে মারা যায় আব্দুল হাই। 

এদিকে সংসারের একমাত্র উপার্জনক্ষম মানুষকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে পরিবারের সদস্যরা। এ নৃশংস হত্যাকান্ডের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি করেছে পরিবার।

 নিহতের স্ত্রী জানান, তার নির্দোষ স্বামীকে সন্ত্রাসীরা মেরেছে। স্বামী হত্যার বিচার চাই। বেনাপোল পোর্ট থানা পুলিশের  উপপরিদর্শক মামুন শেখ জানান,অপ্রিতিকর ঘটনা এড়াতে ঐ এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে ও হত্যা মামলার প্রক্রিয়া চলছে। 

এদিকে এনিয়ে শার্শা-বেনাপোলে গত ২  দিনে সন্ত্রাসীদের হাতে দুইজন হত্যার শিকার হয়েছেন। এতে অনেকে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির ক্ষোভ তুলেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়