শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ০৮ জুন, ২০২৫, ১২:২০ দুপুর
আপডেট : ২৯ জুন, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেনাপোলে বোমা হামলায় বিএনপি কর্মী হত্যা, আহত ৩

আইরিন হক, বেনাপোল(যশোর): : যশোরের বেনাপোলে ঈদের নামাজ আদায়কে  কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘষে জেরে বোমা হামলায়  আব্দুল হাই নামের এক ওয়ার্ড বিএনপি সদস্য হত্যার শিকার হয়েছেন। এসময় আহত হয়েছেন আব্দুল হাইয়ের তিন সহকর্মী। 

আহতরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শনিবার রাত ৯ টার দিকে শার্শার বাহাদুরপুর ইউনিয়নের ডুপপাড়া  বাজারে এই ককটেল হামলার ঘটনা ঘটে। এদিকে এঘটনার পর থেকে এলাকায় টান টান উত্তজনা বিরাজ করছে। তবে পুলিশ বলছে,অপ্রিতিকর ঘটনা এড়াতে ঐ এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে ও হত্যা মামলার প্রক্রিয়া চলছে। 

ডুবপাড়া ওয়ার্ড বিএনপি সভাপতি আসাদুজ্জামান জানান, বেনাপোলের ডুবপাড়া ঈদগা ময়দানে ঈদের নামাজ পড়তে আসে পলাতক থাকা আ,লীগের কয়েক জন নেতা,কর্মী। এনিয়ে বিএনপি কর্মী সাঈদের সাথে  কথাকাটাকাটি ও হাতাহাতি হয় ওয়ার্ড বিএনপির সভাপতি আসাদুজ্জামান  ও সদস্য আব্দুল হাইয়ের সাথে।

বিষয়টি নিয়ে ঈদের পরে শালিশ বসার কথা ছিল। তবে তার আগেই  এদিন বাজার থেকে ভ্যান যোগে  আব্দুল হাইসহ ৪ জন বাড়ি ফেরার পথে ডুবপাড়া বাজারে পৌছালে মটরসাইকেল যোগে সাইদসহ ৬ থেকে ৭ জনের একটি সন্ত্রাসী গ্রুপ তাদের লক্ষ্য করে পর পর ৬ টি বোমা হামলা চালায়। এসময় ককটেলের আঘাতে আব্দুল হাইসহ ৪ জন জখম হয়। হাসপাতালে নেওয়ার পথে মারা যায় আব্দুল হাই। 

এদিকে সংসারের একমাত্র উপার্জনক্ষম মানুষকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে পরিবারের সদস্যরা। এ নৃশংস হত্যাকান্ডের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি করেছে পরিবার।

 নিহতের স্ত্রী জানান, তার নির্দোষ স্বামীকে সন্ত্রাসীরা মেরেছে। স্বামী হত্যার বিচার চাই। বেনাপোল পোর্ট থানা পুলিশের  উপপরিদর্শক মামুন শেখ জানান,অপ্রিতিকর ঘটনা এড়াতে ঐ এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে ও হত্যা মামলার প্রক্রিয়া চলছে। 

এদিকে এনিয়ে শার্শা-বেনাপোলে গত ২  দিনে সন্ত্রাসীদের হাতে দুইজন হত্যার শিকার হয়েছেন। এতে অনেকে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির ক্ষোভ তুলেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়