শিরোনাম
◈ ফরিদপুরে গরু চুরির আতঙ্কে সালথা উপজেলা বাসী! ◈ চট্টগ্রামে টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত, পাহাড়ধসের শঙ্কা ◈ টিটিসি নিয়ে সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসেছেন অভিযুক্তরা ◈ সরিষাবাড়ীতে চরাঞ্চলে মিষ্টি আলুর বাম্পার ফলন : ভালো দাম পাওয়ায় খুশি কৃষক ◈ বন্ধ হচ্ছে শিল্প-কারখানা, স্থবির ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ  ◈ দেশের বর্তমান জনসংখ্যা ১৭ কোটি ৫৭ লাখ ◈ সা‌কিব বল‌লেন আমার বেস্ট‌ফ্রেন্ড নেই,  তামিম ও মুশফিক ভালো বন্ধু ◈ সব চেয়ে দুর্ভাগ্যজনক উনি আমাদের দলের চেয়ারম্যান, একটা মাথা খারাপ লোক, অসুস্থ লোক, মেন্টালি সিক: কাজী ফিরোজ রশীদ ◈ এনবিআর চেয়ারম্যানের কাছে ক্ষমা চাইলেন ২ শতাধিক আন্দোলনকারী ◈ হিমাগারে ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রাস্তায় আলু ফেলে অবরোধ 

প্রকাশিত : ০৮ জুন, ২০২৫, ১২:২০ দুপুর
আপডেট : ০৪ জুলাই, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেনাপোলে বোমা হামলায় বিএনপি কর্মী হত্যা, আহত ৩

আইরিন হক, বেনাপোল(যশোর): : যশোরের বেনাপোলে ঈদের নামাজ আদায়কে  কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘষে জেরে বোমা হামলায়  আব্দুল হাই নামের এক ওয়ার্ড বিএনপি সদস্য হত্যার শিকার হয়েছেন। এসময় আহত হয়েছেন আব্দুল হাইয়ের তিন সহকর্মী। 

আহতরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শনিবার রাত ৯ টার দিকে শার্শার বাহাদুরপুর ইউনিয়নের ডুপপাড়া  বাজারে এই ককটেল হামলার ঘটনা ঘটে। এদিকে এঘটনার পর থেকে এলাকায় টান টান উত্তজনা বিরাজ করছে। তবে পুলিশ বলছে,অপ্রিতিকর ঘটনা এড়াতে ঐ এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে ও হত্যা মামলার প্রক্রিয়া চলছে। 

ডুবপাড়া ওয়ার্ড বিএনপি সভাপতি আসাদুজ্জামান জানান, বেনাপোলের ডুবপাড়া ঈদগা ময়দানে ঈদের নামাজ পড়তে আসে পলাতক থাকা আ,লীগের কয়েক জন নেতা,কর্মী। এনিয়ে বিএনপি কর্মী সাঈদের সাথে  কথাকাটাকাটি ও হাতাহাতি হয় ওয়ার্ড বিএনপির সভাপতি আসাদুজ্জামান  ও সদস্য আব্দুল হাইয়ের সাথে।

বিষয়টি নিয়ে ঈদের পরে শালিশ বসার কথা ছিল। তবে তার আগেই  এদিন বাজার থেকে ভ্যান যোগে  আব্দুল হাইসহ ৪ জন বাড়ি ফেরার পথে ডুবপাড়া বাজারে পৌছালে মটরসাইকেল যোগে সাইদসহ ৬ থেকে ৭ জনের একটি সন্ত্রাসী গ্রুপ তাদের লক্ষ্য করে পর পর ৬ টি বোমা হামলা চালায়। এসময় ককটেলের আঘাতে আব্দুল হাইসহ ৪ জন জখম হয়। হাসপাতালে নেওয়ার পথে মারা যায় আব্দুল হাই। 

এদিকে সংসারের একমাত্র উপার্জনক্ষম মানুষকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে পরিবারের সদস্যরা। এ নৃশংস হত্যাকান্ডের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি করেছে পরিবার।

 নিহতের স্ত্রী জানান, তার নির্দোষ স্বামীকে সন্ত্রাসীরা মেরেছে। স্বামী হত্যার বিচার চাই। বেনাপোল পোর্ট থানা পুলিশের  উপপরিদর্শক মামুন শেখ জানান,অপ্রিতিকর ঘটনা এড়াতে ঐ এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে ও হত্যা মামলার প্রক্রিয়া চলছে। 

এদিকে এনিয়ে শার্শা-বেনাপোলে গত ২  দিনে সন্ত্রাসীদের হাতে দুইজন হত্যার শিকার হয়েছেন। এতে অনেকে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির ক্ষোভ তুলেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়