শিরোনাম
◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে সিরিজ জিতলো নিউজিল্যান্ড ‘এ’ দল ◈ ভারত পা‌শে না থাকলে পিএস এ‌লে পা‌কিস্তা‌ন ক্রিকেট বো‌র্ডের  হাজার কোটি টাকার ক্ষতি ◈ গাজার একদিনে ১০০ লক্ষ্যবস্তুতে ইসরায়েলের বিমান হামলা ◈ তিন দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টার প্রতি সমর্থন : প্রেস সচিব ◈ প্রধান উপদেষ্টার কাছে দুই বিষয়ে রোডম্যাপ চেয়েছে জামায়াত (ভিডিও) ◈ ডিসেম্বরের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ও তিন উপদেষ্টার অপসারণ দাবি বিএনপির ◈ প্রধান উপদেষ্টার কাছে এনসিপির ৫ দাবি (ভিডিও) ◈ যুক্তরাজ্যে সম্পদ জব্দের ঘটনা একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি: গভর্নর ◈ অর্থনীতিতে বিপর্যয়ের শঙ্কা: জাতিসংঘ ◈ এলডিসি চ্যালেঞ্জ মোকাবেলায় আমদানি-রপ্তানি নীতির পুন:মূল্যায়ন জরুরি: ঢাকা চেম্বার

প্রকাশিত : ২৪ মে, ২০২৫, ০১:০৪ দুপুর
আপডেট : ২৪ মে, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাস্তা বন্ধ করে চাঁদা দাবি, কোটি টাকার মাছ নিয়ে বিপদে খামারি 

ইফতেখার আলম বিশাল : রাজশাহীর বাগমারা উপজেলার হাসনীপুর গ্রামের মৎস্য ব্যবসায়ী মাহাতাব হোসেন ডালিম নিজ লিজকৃত পুকুরে মাছচাষে বাধা, ভয়ভীতি ও চাঁদাবাজির অভিযোগ করেছেন। তিনি অভিযোগ করেন, প্রভাবশালী এক কলেজ শিক্ষকসহ চারজন ব্যক্তি পুকুরে যাতায়াতের একমাত্র রাস্তা বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দেন এবং মোটা অঙ্কের চাঁদা দাবি করেন।
 
গত ২১ মে ২০২৫ তারিখে মাহাতাব হোসেন ডালিম বাগমারা থানায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দপ্তরে লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগে অভিযুক্তদের মধ্যে রয়েছেন বাগমারা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আয়ুব আলী, শাহরিয়ার সুলতান বাবু, কামাল হোসেন ও শহিদ।
 
ডালিম জানান, দক্ষিণ জামালপুর মৌজার ১০০ বিঘার একটি পুকুর তিনি ও তার অংশীদাররা যৌথভাবে ২০১৯ সালে ১০ বছরের জন্য লিজ নেন। বর্তমানে সেখানে প্রায় কোটি টাকার মাছ চাষবাদ হচ্ছে। পুকুরের কার্যক্রম নির্বিঘ্ন করতে ১৪ জন জমির মালিকের কাছ থেকে লিখিত চুক্তির ভিত্তিতে একটি রাস্তা নির্মাণ করা হয়।
 
তার অভিযোগ, “আয়ুব আলী ও তার সহযোগীরা চাঁদার দাবি করে। চাহিদা না মানায় তারা হুমকি দেন, বলেন মাছ চাষ করতে দিবে না, এমনকি বিষ প্রয়োগের হুমকিও দেন। ২১ মে তারা লাঠিসোটা নিয়ে এসে রাস্তার তিন প্রান্তে বাঁশের বেড়া দিয়ে যাতায়াত বন্ধ করে দেন।”
 
এতে শুধু মৎস্য ব্যবসায় নয়, ক্ষতিগ্রস্ত হচ্ছে আশপাশের হাজার হাজার বিঘা জমির কৃষকরাও। ফসল পরিবহনের একমাত্র পথ বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন এলাকার কৃষকরা।
 
স্থানীয়রা জানান, সামাজিকভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও অভিযুক্তরা আলোচনায় রাজি হননি। এ বিষয়ে জানতে চাইলে বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহাবুবুল ইসলাম বলেন, “আমি এখনো অভিযোগ হাতে পাইনি। নিচতলার ডেস্কে জমা হতে পারে। হাতে পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
 
অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত আয়ুব আলী বলেন, “উক্ত পুকুরে যাওয়ার কোনো সরকারি রাস্তা নেই। তারা রাস্তার জন্য অনেকের কাছ থেকে লিজ নেয়নি। ওই এলাকায় আমার নিজস্ব জমিও রয়েছে। তারা গ্রামের লোকজনের সাথেও প্রতারণা করেছে।”
 
বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, “এ ধরনের একটি অভিযোগ আমরা পেয়েছি। একজন অফিসার তদন্ত করছেন। উভয় পক্ষকে রবিবার আলোচনায় বসিয়ে আপোষ-মীমাংসার উদ্যোগ নেওয়া হচ্ছে।”
 
গ্রামীণ অর্থনীতিতে মৎস্য খাত একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। এমন পরিস্থিতিতে আইনগত লিজ থাকা সত্ত্বেও মাছচাষে বাধা দেওয়া এবং রাস্তা বন্ধ করে চাঁদার অভিযোগ উদ্বেগজনক। প্রশাসনের পক্ষ থেকে সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিতে দ্রুত পদক্ষেপ প্রয়োজন বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।
  • সর্বশেষ
  • জনপ্রিয়