শিরোনাম
◈ ভুয়া জুলাই শহীদ-যোদ্ধাদের নাম তালিকা থেকে বাদ, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা: মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ◈ কুয়াকাটা সৈকত থেকে আবারও অর্ধগলিত মরদেহ উদ্ধার ◈ আদমদীঘিতে ভাঙা রেললাইনে কম্বল গুঁজে ১৮ ঘন্টা ট্রেন চলাচল ◈ জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে সব ধর্মের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে : প্রধান উপদেষ্টা  ◈ ব্যক্তি বিবেচনায় এলএনজি কেনা হচ্ছে না, পিটার হাসের কোম্পানি প্রসঙ্গে অর্থ উপদেষ্টা ◈ বিসিএস পরীক্ষা: কর্মসূচির সময় পরিবর্তন করল জামায়াত ◈ চশমা ছাড়াই স্পষ্ট দেখা সম্ভব, কার্যকর আই ড্রপ উদ্ভাবন ◈ যেসব বিষয়ে গুরুত্ব পাচ্ছে নতুন বেতন কাঠামোতে  ◈ আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে ইসরা‌য়েল‌কে বহিষ্কারের দাবি জানা‌লেন স্পেনের প্রধানমন্ত্রী ◈ কূটনৈতিক সংকট ছাপিয়ে বাণিজ্যে ভারত–বাংলাদেশের পারস্পরিক নির্ভরশীলতা বাড়ছে

প্রকাশিত : ২৪ মে, ২০২৫, ১০:৫৮ রাত
আপডেট : ২০ আগস্ট, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

প্রধান উপদেষ্টার কাছে দুই বিষয়ে রোডম্যাপ চেয়েছে জামায়াত (ভিডিও)

মনিরুল ইসলাম  : প্রধান উপদেষ্টার দেয়া সময়সীমার মধ্যে বিচার, সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ চায় জামায়াত। নির্বাচনের আগে সংস্কার ও বিচার দৃশ্যমান করার দাবি।

প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে এসব কথা বললেন জামায়াত আমীর।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসেছেন জামায়াতের নেতারা। দলটির আমীর ডা. শফিকুর রহমান ও নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এই বৈঠকে অংশ নিচ্ছেন। রাত পৌনে নয়টার দিকে প্রধান উপদেষ্টার সরকারি বাস ভবন যমুনায় এ বৈঠক শুরু হয়। 

বৈঠক শেষে কথা বলেন যমুনার সামনপ  উপস্থিত সাংবাদিকদের সাথে।

ডা. শফিকুর রহমান বলেন, দুইটা বিষয় স্পষ্ট করার কথা আমরা বলেছি। এক হচ্ছে, আসলে নির্বাচনটা কবে হবে। দুই সংস্কার ও বিচারের প্রক্রিয়া দৃশ্যমান হওয়ার পর নির্বাচন হতে হবে। যদি জানুয়ারির মধ্যে আমাদের এ চাওয়া সম্পূর্ণ হয় তাহলে ফ্রেবুয়ারিতেও নির্বাচিত হতে পারে।

জামায়াত আমির বলেন, সংস্কার শেষ না করে যদি কোনো নির্বাচন হয়, এই নির্বাচনে জনগণ তাদের প্রত্যাশা পূরণ করতে পারবে না। আবার সব সংস্কার এখন করা সম্ভবও না। মাত্র ৫টা সুনির্দিষ্ট বিষয়ে তারা হাত দিয়েছেন। এতটুকু নিষ্পত্তি করা দরকার সন্তোষজনকভাবে।

উপদেষ্টাদের পদত্যাগ ইস্যুতে মায়াত আমির বলেছেন, তারা কারও পদত্যাগ চাননি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়