শিরোনাম
◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে সিরিজ জিতলো নিউজিল্যান্ড ‘এ’ দল ◈ ভারত পা‌শে না থাকলে পিএস এ‌লে পা‌কিস্তা‌ন ক্রিকেট বো‌র্ডের  হাজার কোটি টাকার ক্ষতি ◈ গাজার একদিনে ১০০ লক্ষ্যবস্তুতে ইসরায়েলের বিমান হামলা ◈ তিন দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টার প্রতি সমর্থন : প্রেস সচিব ◈ প্রধান উপদেষ্টার কাছে দুই বিষয়ে রোডম্যাপ চেয়েছে জামায়াত (ভিডিও) ◈ ডিসেম্বরের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ও তিন উপদেষ্টার অপসারণ দাবি বিএনপির ◈ প্রধান উপদেষ্টার কাছে এনসিপির ৫ দাবি (ভিডিও) ◈ যুক্তরাজ্যে সম্পদ জব্দের ঘটনা একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি: গভর্নর ◈ অর্থনীতিতে বিপর্যয়ের শঙ্কা: জাতিসংঘ ◈ এলডিসি চ্যালেঞ্জ মোকাবেলায় আমদানি-রপ্তানি নীতির পুন:মূল্যায়ন জরুরি: ঢাকা চেম্বার

প্রকাশিত : ২৪ মে, ২০২৫, ১০:৫৮ রাত
আপডেট : ২৫ মে, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

প্রধান উপদেষ্টার কাছে দুই বিষয়ে রোডম্যাপ চেয়েছে জামায়াত (ভিডিও)

মনিরুল ইসলাম  : প্রধান উপদেষ্টার দেয়া সময়সীমার মধ্যে বিচার, সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ চায় জামায়াত। নির্বাচনের আগে সংস্কার ও বিচার দৃশ্যমান করার দাবি।

প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে এসব কথা বললেন জামায়াত আমীর।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসেছেন জামায়াতের নেতারা। দলটির আমীর ডা. শফিকুর রহমান ও নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এই বৈঠকে অংশ নিচ্ছেন। রাত পৌনে নয়টার দিকে প্রধান উপদেষ্টার সরকারি বাস ভবন যমুনায় এ বৈঠক শুরু হয়। 

বৈঠক শেষে কথা বলেন যমুনার সামনপ  উপস্থিত সাংবাদিকদের সাথে।

ডা. শফিকুর রহমান বলেন, দুইটা বিষয় স্পষ্ট করার কথা আমরা বলেছি। এক হচ্ছে, আসলে নির্বাচনটা কবে হবে। দুই সংস্কার ও বিচারের প্রক্রিয়া দৃশ্যমান হওয়ার পর নির্বাচন হতে হবে। যদি জানুয়ারির মধ্যে আমাদের এ চাওয়া সম্পূর্ণ হয় তাহলে ফ্রেবুয়ারিতেও নির্বাচিত হতে পারে।

জামায়াত আমির বলেন, সংস্কার শেষ না করে যদি কোনো নির্বাচন হয়, এই নির্বাচনে জনগণ তাদের প্রত্যাশা পূরণ করতে পারবে না। আবার সব সংস্কার এখন করা সম্ভবও না। মাত্র ৫টা সুনির্দিষ্ট বিষয়ে তারা হাত দিয়েছেন। এতটুকু নিষ্পত্তি করা দরকার সন্তোষজনকভাবে।

উপদেষ্টাদের পদত্যাগ ইস্যুতে মায়াত আমির বলেছেন, তারা কারও পদত্যাগ চাননি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়