শিরোনাম
◈ ফরিদপুরে আসন পুনর্বিন্যাস নিয়ে অসন্তোষ, যা বলছেন ইসি সচিব ◈ পুলিশের ৯ কর্মকর্তাকে যে কারণে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার ◈ প্রবাসীদের কল্যাণে মালদ্বীপে হাইকমিশনের নতুন উদ্যোগ ◈ দুর্গাপূজা উপলক্ষে ভারতে যাবে ১,২০০ মেট্রিক টন ইলিশ, রপ্তানির অনুমোদন পেলো ৩৭ প্রতিষ্ঠান ◈ ঢাকায় তাপমাত্রা বেড়েছে জাতীয় গড়ের চেয়ে বেশি, স্বাস্থ্য ও অর্থনীতি হুমকির মুখে ◈ ভুয়া জুলাই শহীদ-যোদ্ধাদের নাম তালিকা থেকে বাদ, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা: মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ◈ কুয়াকাটা সৈকত থেকে আবারও অর্ধগলিত মরদেহ উদ্ধার ◈ আদমদীঘিতে ভাঙা রেললাইনে কম্বল গুঁজে ১৮ ঘন্টা ট্রেন চলাচল ◈ জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে সব ধর্মের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে : প্রধান উপদেষ্টা  ◈ ব্যক্তি বিবেচনায় এলএনজি কেনা হচ্ছে না, পিটার হাসের কোম্পানি প্রসঙ্গে অর্থ উপদেষ্টা

প্রকাশিত : ২৪ মে, ২০২৫, ১০:৫১ রাত
আপডেট : ০৭ সেপ্টেম্বর, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

প্রধান উপদেষ্টার কাছে এনসিপির ৫ দাবি (ভিডিও)

মনিরুল ইসলাম: প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠককালে ৫ টি দাবি উত্থাপন করেছে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি। শুক্রবার রাতে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। 

তিনি বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে সম সাময়িক বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। আমরা প্রধান উপদেষ্টাকে সমর্থন জানিয়েছি।

তিনি পদত্যাগ করার কথা ভেবেছিলেন; আমরা তাকে অনুরোধ করেছি- তিনি যেন তার প্রতিশ্রুত কাজগুলো বাস্তবায়ন করার পর ভিন্ন কোনো সিদ্ধান্ত নেওয়ার চিন্তা করেন।   

নাহিদ ইসলাম বলেন, আমরা বিচার, জুলাই ঘোষণাপত্র জারি, সংস্কার, গণপরিষদ নির্বাচন এবং আহত ও শহীদ পরিবারগুলোতে পুনর্বাসনের আহ্বান জানিয়েছি। এজন্য আমরা সমন্বিত পরিকল্পনা বা রোডম্যাপ চেয়েছি।

 তিনি বলেন, শহীদ ও আহতদের পরিবারগুলোকে পুনর্বাসনের প্রক্রিয়া ধীর গতিতে চলছে। তাদেরকে যে সঞ্চয়পত্র এবং ভাতা দেওয়ার প্রতিশ্রুতি ছিল তা এখনও দেওয়া হয়নি। এ কাজটি দ্রুত নিশ্চিত করার দাবি জানিয়েছি।

তিনি আরো বলেন, আমরা ফ্যাসিস্ট সরকারের আমলে হওয়া সকল নির্বাচনকে অবৈধ ঘোষণা করার দাবি জানিয়েছি। কারণ, এসব নির্বাচন আদালতে এনে বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে।

নির্বাচনগুলো অবৈধ ঘোষণা হলে এ সংকট আর হবে না। নির্বাচন কমিশন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন কমিশনে আমাদের আস্থা নেই। আমরা নির্বাচন কমিশন পুনর্গঠন করে দ্রুত স্থানীয় নির্বাচন আয়োজনের মাধ্যমে নাগরিক সেবা নিশ্চিত করার দাবি জানিয়েছি। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়