আইরিন হক, বেনাপোল: বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে যশোরের বেনাপোল স্থলবন্দর পরিদর্শন করেছেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ।
শনিবার(২৪) দুপুরে বেনাপোল বন্দর অডিটরিয়মে তিনি স্থলবন্দর ব্যবহারকারী ও প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে এ মতবিনিময় করেন । দেশে অন্তবর্তীকালিন সরকার দায়িত্ব গ্রহনের পর এটিই সচিবের প্রথম বেনাপোল বন্দর সফর বলে জানা গেছে।
এর আগে নৌ সচিব বন্দরে পৌছালে বেনাপোল স্থলবন্দর পরিচালক তাকে ফুল দিয়ে অর্ভাথনা জানান। এসময় তার সফর সঙ্গী ছিলেন, নৌ পরিবহন মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব এবং স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নান।
বেনাপোল বন্দর পরিচালক (ট্রাফিক) শামিম হোসেনের সভাপতিত্বে বন্দর অডিটরিয়ামে অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বন্দেরর উপপরিচালক(ট্রাফিক) মামুন কবীর তরফদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাজিব হাসান, বেনাপোল সিঅ্যান্ডএফ এ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মফিজুর রহমান সজন, বেনাপোল চেকপোষ্ট আইসিপি ক্যাম্পের সুবেদার মিজানুর রহমান, প্রমুখ।
সভায় ব্যবসায়ী প্রতিনিধিরা বাণিজ্য সম্প্রসারণের ক্ষেত্রে বেনাপোল ও পেট্রাপোল বন্দরের মধ্যে নানান সমস্যার কথা তুলে ধরে প্রতিকারের আহ্বান জানান। পরে নৌ সচিব এসব সমস্যা সমাধানের নির্দেশনা দিয়ে বাণিজ্য গতিশীল করার আশ্বাস দেন।
বন্দরের উপপরিচালক(ট্রাফিক) মামুন কবীর তরফদার জানান, নৌ পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ স্যার বন্দর পরিদর্শনে এসে কার্গোভেহিকেল টার্মিনাল যান। সেখানে সরেজমিনে দুই দেশের মধ্যে বানিজ্যিক সুবিধা বা অসুবিধা বিষয়গুলো খবর পরে। এছাড়া বন্দরে পণ্য খালাসকারি শ্রমিকদের সাথেও মত বিনিময় করেন। পরে বন্দর অডিটোরিয়ামে বন্দর ব্যবহারকারিদের সাথে বৈঠক করেন।