শিরোনাম
◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে সিরিজ জিতলো নিউজিল্যান্ড ‘এ’ দল ◈ ভারত পা‌শে না থাকলে পিএস এ‌লে পা‌কিস্তা‌ন ক্রিকেট বো‌র্ডের  হাজার কোটি টাকার ক্ষতি ◈ গাজার একদিনে ১০০ লক্ষ্যবস্তুতে ইসরায়েলের বিমান হামলা ◈ তিন দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টার প্রতি সমর্থন : প্রেস সচিব ◈ প্রধান উপদেষ্টার কাছে দুই বিষয়ে রোডম্যাপ চেয়েছে জামায়াত (ভিডিও) ◈ ডিসেম্বরের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ও তিন উপদেষ্টার অপসারণ দাবি বিএনপির ◈ প্রধান উপদেষ্টার কাছে এনসিপির ৫ দাবি (ভিডিও) ◈ যুক্তরাজ্যে সম্পদ জব্দের ঘটনা একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি: গভর্নর ◈ অর্থনীতিতে বিপর্যয়ের শঙ্কা: জাতিসংঘ ◈ এলডিসি চ্যালেঞ্জ মোকাবেলায় আমদানি-রপ্তানি নীতির পুন:মূল্যায়ন জরুরি: ঢাকা চেম্বার

প্রকাশিত : ২৪ মে, ২০২৫, ১০:৫৬ রাত
আপডেট : ২৫ মে, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

ডিসেম্বরের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ও তিন উপদেষ্টার অপসারণ দাবি বিএনপির

মনিরুল ইসলাম: ডিসেম্বরের মধ্যে নির্বাচনের রোডম্যাপ প্রকাশ এবং নিরাপত্তা উপদেষ্টা ও দুই ছাত্র উপদেষ্টার অপসারণের দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

শনিবার রাতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সরকারি বাসভবন ‘যমুনা’য় বিএনপির একটি প্রতিনিধি দল বৈঠক করে। বৈঠকে দলের পক্ষ থেকে একটি লিখিত প্রস্তাবনা পেশ করা হয়।

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি জানান, সংস্কার, আওয়ামী লীগের বিচার এবং নির্বাচন সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়েছে এবং বিএনপির মত অনুযায়ী এই তিনটি প্রক্রিয়া একসাথে চলতে পারে।

তিনি বলেন, “বিএনপি কখনও প্রধান উপদেষ্টার পদত্যাগ দাবি করেনি, তবে বিতর্কিত উপদেষ্টাদের অপসারণ চায়। নিরাপত্তা উপদেষ্টা এবং দুই ছাত্র উপদেষ্টার কারণে সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হচ্ছে।”

বৈঠকটি সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে শুরু হয়ে শেষ হয় রাত ৮টা ৪৫ মিনিটে। বিএনপির প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমেদ।

বিএনপি দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার ওপর গুরুত্বারোপ করে বলেছে, নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা নিশ্চিত করতে বিতর্কিত উপদেষ্টাদের অপসারণ অনিবার্য।

  • সর্বশেষ
  • জনপ্রিয়