শিরোনাম
◈ সংবিধান সংস্কার থেকে নির্বাচনকালীন সরকার: রাজনৈতিক দলগুলোর দাবি ও যুক্তি কী বলছে? ◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে সিরিজ জিতলো নিউজিল্যান্ড ‘এ’ দল ◈ ভারত পা‌শে না থাকলে পিএস এ‌লে পা‌কিস্তা‌ন ক্রিকেট বো‌র্ডের  হাজার কোটি টাকার ক্ষতি ◈ গাজার একদিনে ১০০ লক্ষ্যবস্তুতে ইসরায়েলের বিমান হামলা ◈ তিন দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টার প্রতি সমর্থন : প্রেস সচিব ◈ প্রধান উপদেষ্টার কাছে দুই বিষয়ে রোডম্যাপ চেয়েছে জামায়াত (ভিডিও) ◈ ডিসেম্বরের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ও তিন উপদেষ্টার অপসারণ দাবি বিএনপির ◈ প্রধান উপদেষ্টার কাছে এনসিপির ৫ দাবি (ভিডিও) ◈ যুক্তরাজ্যে সম্পদ জব্দের ঘটনা একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি: গভর্নর ◈ অর্থনীতিতে বিপর্যয়ের শঙ্কা: জাতিসংঘ

প্রকাশিত : ২৫ মে, ২০২৫, ১২:৫০ রাত
আপডেট : ২৫ মে, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কয়টি সিম কেনা যাবে নিজের নামে, জানালো বিটিআরসি

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) নতুন এক সিদ্ধান্তে জানিয়েছে, এখন থেকে একজন গ্রাহক সর্বোচ্চ ১০টি মোবাইল সিম নিজের নামে নিবন্ধন করতে পারবেন। এর আগে এই সংখ্যা ছিল ১৫টি।

শনিবার বিটিআরসি সূত্রে এ তথ্য জানা যায়। কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, আন্তর্জাতিক প্রেক্ষাপট, জাতীয় নিরাপত্তা এবং দেশের আর্থ-সামাজিক বাস্তবতা বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিটিআরসি জানায়, সর্বোচ্চ ১০টি সিম নিবন্ধনের সীমা কার্যকর হলে প্রায় ২৬ লাখ গ্রাহকের মোট ৬৭ লাখ সিম বন্ধ হয়ে যেতে পারে। গ্রাহকদের মধ্যে যারা ১০টির বেশি সিম ব্যবহার করছেন, তাদের অতিরিক্ত সিম পর্যায়ক্রমে বন্ধ করে দেওয়া হবে।

বিটিআরসির একজন কর্মকর্তা বলেন, ‘২০১৭ সালের অক্টোবরে একজন গ্রাহকের নামে সর্বোচ্চ ১৫টি সিম নিবন্ধনের সীমা নির্ধারণ করা হয়েছিল। এরপর ২০২২ সালে ১৫টির বেশি সিম ডিরেজিস্টার করার জন্য বিজ্ঞপ্তি জারি করা হয় এবং লটারির মাধ্যমে অতিরিক্ত সিম বন্ধও করা হয়। এবার সেই সীমা আরও কমিয়ে আনা হলো।’

বিশেষজ্ঞদের মতে, এই সিদ্ধান্তে মোবাইল অপারেটরদের ওপর কিছুটা চাপ পড়লেও জাতীয় নিরাপত্তা এবং সিম ব্যবহারে জবাবদিহিতা নিশ্চিত করতে এটি সহায়ক হবে।

বিটিআরসি জানিয়েছে, নতুন সীমা কার্যকর করার প্রক্রিয়া খুব শিগগিরই শুরু হবে এবং গ্রাহকদের এ বিষয়ে পর্যাপ্ত সময় ও নির্দেশনা দেওয়া হবে। উৎস: নিউজ২৪

  • সর্বশেষ
  • জনপ্রিয়