শিরোনাম
◈ মার্কিন শুল্কে তৈরি পোশাক খাতের উদ্বেগ অস্বস্তি কি কেটে গেছে? ◈ স্বাধীনতা অর্জন পর্যন্ত সশস্ত্র প্রতিরোধ চলবে: হামাসের ঘোষণা ◈ এনসিপি নেতাদের ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ নিয়ে ভিডিও বার্তা ◈ নাশকতার আশঙ্কায় আগস্টজুড়ে চলবে চিরুনি অভিযান: ডিএমপি ◈ সংসদের উচ্চকক্ষে সংখ্যানুপাতিক নির্বাচন ◈ নিবন্ধনপ্রত্যাশী এনসিপিসহ ১৪৪ দলের তথ্য জমার সময়সীমা শেষ আজ ◈ ঘরে ঘরে হঠাৎ বেড়েছে জ্বর, সর্দি, কাশি ও গলাব্যথা, চিকিৎসকরা বলছেন একসঙ্গে তিন ভাইরাস ছড়াচ্ছে ◈ জুলাই সনদ নিয়ে ভুয়া‌ চিঠি, পুলিশ সদর দপ্তরের হুঁশিয়ারি ◈ শেখ হাসিনার বিচারের আগে নির্বাচন হবে না: উপদেষ্টা ফরিদা আখতার (ভিডিও) ◈ বেনাপোল বন্দর এলাকায় দুর্ধর্ষ চুরির ৪৮ ঘন্টার মধ্যে চোর গ্রেফতার

প্রকাশিত : ০৬ এপ্রিল, ২০২৫, ১০:১৭ রাত
আপডেট : ২৮ মে, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বোয়ালমারীতে গৃহবধুর আত্মহত্যা 

সনত চক্র বর্ত্তী (ফরিদপুর) প্রতিমিধি : ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের ধর্মহাটি গ্রামে গৃহবধূ রিয়া খাতুন (২০) রবিবার (৬ এপ্রিল) দুপুরে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতল করে থানায় নিয়ে এসেছে। ওই গৃহবধূ ধর্মহাটি গ্রামের মো. মাহফুজুর রহমানের স্ত্রী। 
 
পারিবারিক ও থানা সূত্রে জানা যায়, গৃহবধূর স্বামী মাহফুজুর রহমান নারায়ণগঞ্জ জেলায় একটি ওষুধ কোম্পানিতে চাকরি করেন। সেই সুবাদে ছয় মাস আগে তার স্ত্রী রিয়াকে নিয়ে নারায়ণগঞ্জে বসবাস করেন। ঈদের ছুটিতে তারা বাড়িতে ঈদ করতে আসেন।

মাহফুজুর নারায়নগঞ্জ না নিয়ে গ্রামের বাড়িতে রেখে যাবেন বলে রিয়াকে জানায়। স্বামীর সাথে নারায়ণগঞ্জের বাসায় যাবে নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি সহ মনোমালিন্যে হয়। এ ঘটনার জের ধরে ওই দিন দুপুরে শোয়ার ঘরের রুয়ার সাথে গলায় ফাঁস নেয়। 

মাহফুজুর তাদের রুমে ঢুকে দেখে তার স্ত্রী রুমের মধ্যে গলায় ফাঁস নিয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছে। মাহফুজের চিৎকার শুনে আশে পাশের লোকজন ছুটে এসে লাশ নামাই।

থানার উপ পরিদর্শক কামরুল ইসলাম বলেন, স্বামীর সাথে মনোমালিন্য নিয়ে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। আত্মহত্যার খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। আগামীকাল সোমবার ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠানো হবে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে। প্রাথমিকভাবে সুরত হালে কিছু পাওয়া যায় নাই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়